সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি সাজাতে সবুজের জুড়ি মেলা ভার। বাড়ির বাইরে হোক বা ভিতরে গাছ দিয়ে সাজাতে কমবেশি আমরা সকলেই ভালোবাসি। অল্প পরিসরে, ফ্ল্যাটে গাছ লাগানোর জায়গা না থাকলে আমরা ইনডোর প্ল্যান্ট দিয়েই অন্দরসজ্জা সারি। কিন্তু এমন কিছু গাছ এই তালিকায় থাকে যা বাড়িতে রাখলে হতে পারে বিপদ। বাড়িতে রাখা কোন গাছ কী অশুভ ইঙ্গিত টেনে আনে জেনে নিন।
ঘরের অন্দরসজ্জায় আমরা অনেকেই ক্যাকটাস জাতীয় গাছ ব্যবহার করি। স্বল্প যত্নেই এই গাছ অনেকদিন বাঁচে তাই আপাতদৃষ্টিতে তা সহজ ও সুন্দর মনে হলেও বাস্তুবিদরা বলছেন, বাড়িতে কাঁটা জাতীয় এই গাছ রাখলে মানসিক শান্তি নষ্ট হতে পারে আপনার। কারণ ক্যাকটাসের এই কাঁটা পরোক্ষভাবে আপনার মানসিক শান্তিতে বিঘ্ন ঘটাতে পারে।
আমরা অনেকেই শুকিয়ে যাওয়া গাছ দিয়ে ঘর সাজাই। শুকিয়ে যাওয়া নানা ধরণের গাছ আমাদের ঘরের কোণে রাখলে শোভা বাড়ে। কিন্তু একইসঙ্গে ভাগ্যের চাকা ঘুরে যায় বিপরীতে। এই শুকিয়ে যাওয়া গাছ ডেকে নিয়ে আসে অন্য বিপদ। বাড়িতে যে কোণে এই গাছ রখা হয় তা “ডেড কোণ’ হিসেবে বিবেচিত হয় বলেই মত বিশেষজ্ঞদের। যা ডেকে নিয়ে আসে দুর্ভাগ্য।
ঘরের অন্দরসজ্জায় ব্যবহার করা গাছের পাতা যদি শুকিয়ে যায় তাহলে তা অবশ্যই তুলে ফেলে দিন। নাহলে গাছের এই মৃত পাতা ডেকে নিয়ে আসে দুর্ভাগ্য। বাস্তুবিদরা বলছেন, এই মৃত পাতা সমেত গাছ রাখলে সৌভাগ্য দোরগোড়ায় এসে ফিরে যাবে।
ঘর সাজাতে স্নেক প্ল্যান্টের জুড়ি মেলা ভার। আমাদের সকলেরই এই গাছ সবথেকে বেশি পছন্দের। কিন্তু এই গাছ সঠিক নিয়ম মেনে ঘরে না রাখলে মনোমালিন্য তৈরি হতে পারে বাড়ির সদস্যদের মধ্যে এমনটাই মত বাস্তুবিদদের। ঘরের কোণায় সঠিকভাবে বসান এই গাছ।
লাকি বাম্বু গাছও জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট হিসাবে এই গাছ অনেকেই বেছে নেন। কিন্তু এই গাছ ডেকে আনতে পারে জীবনে নানা সমস্যা বলছেন বিশেষজ্ঞরা। এই গাছ নাকি আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে।
ঘরে মিসলেটো হার্বারস গাছ রাখতেও নিষেধ করেন বাস্তুবিদরা। তাঁরা বলছেন, এই গাছ পরজীবি। যা অন্য কোনও গাছের উপর ভর করে বাড়লে সেই গাছের জীবনহানি হওয়ার আশঙ্কা থাকে। ঠিক সেভাবেই কেউ ঘরে এই গাছ রাখলে তাঁর ক্ষেত্রেও একইভাবে প্রভাব ফেলে এই গাছ। মৃত্যু ও বিশ্বাসঘাতকতা দুই সমস্যাকে ডেকে আনতে পারে মিসলেটো হার্বারস গাছ, মত বিশেষজ্ঞদের।
জেরানিয়ামস গাছের সুন্দর ফুলই যথেষ্ট দৃষ্টি আকর্ষণ করার জন্য। তবে এই ফুল সুন্দর ঠিক যতটাই সুন্দর ঠিক ততটাই বাড়ির নানা নেগেটিভ এনার্জি দূর করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন বাড়ির ভিতরে এই গাছ রাখলে তা সমস্ত নেগেটিভিটি দূর করবে। তবে হ্যাঁ কিছুদিনের জন্য তা রাখবেন দীর্ঘদিনের জন্য নয়। তাহলে তাতে হিতে বিপরীত হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.