Advertisement
Advertisement
Tortoise

গৃহসজ্জায় নয়া ট্রেন্ড কচ্ছপ, বাস্তুমতে কোথায় রাখলে মিলবে সুফল?

বাস্তুবিদদের মতে, কোথায় কচ্ছপ রাখবেন তার উপরেই লুকিয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি।

Vastu tips for keeping tortoise at home
Published by: Sayani Sen
  • Posted:May 23, 2025 8:11 pm
  • Updated:May 23, 2025 8:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের ঘর সাজাতে কে না ভালোবাসে। গৃহসজ্জার নয়া ট্রেন্ড অনুযায়ী অনেকেই বাড়িতে নানা ধরনের কচ্ছপ রাখেন। কেউ রাখেন পাথরের, আবার কেউ বা বাড়িতে কাঠ কিংবা ধাতব কচ্ছপ রাখেন। অনেকেই মনে করেন, তাতে সংসারের শ্রীবৃদ্ধি হয়। তবে বাস্তুবিদদের মতে, কোথায় কচ্ছপ রাখবেন তার উপরেই লুকিয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি।
ধাতব কচ্ছপ:
অনেকেই গৃহসজ্জায় ধাতব কচ্ছপ বেছে নেন। বাস্তুবিদদের মতে, এই ধরনের কচ্ছপ বাড়িতে রাখলে সংসারের শ্রীবৃদ্ধি হয়। তবে ধাতব কচ্ছপ সবসময় বাড়ির উত্তর কিংবা উত্তর পূর্ব দিকে রাখতে হবে।
Metal Tortoiseপাথরের কচ্ছপ:
পাথরের কচ্ছপ শক্তি এবং স্থিতিশীলতার প্রতীক। বাস্তুবিদদের মতে, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে এই ধরনের কচ্ছপ রাখা উচিত। অফিসের ডেস্কেও রাখতে পারেন এই ধরনের কচ্ছপ। তার ফলে ব্যক্তিগত এবং কর্মজীবনে উন্নতি হয়।

Stone Tortoise

ক্রিস্টালের কচ্ছপ:
নেতিবাচকতাকে দূর করে জীবনে পজিটিভ এনার্জির জন্য বাড়িতে ক্রিস্টালের কচ্ছপ রাখা প্রয়োজন। এই ধরনের কচ্ছপ মূলত বাড়ির মধ্যবর্তী স্থানে রাখা দরকার। তার ফলে বাড়িতে শান্তি আসে। পজিটিভ এনার্জিরও উৎস হয়ে উঠতে পারে আপনার সংসার।

Crystal Tortoise

কাঠের কচ্ছপ:
বাড়িতে কাঠের কচ্ছপ রাখলে লক্ষ্মীলাভ হবেই। রোগভোগ থেকেও দূরে থাকতে পারবেন আপনি। বাস্তুবিদদের মতে, পূর্ব কিংবা উত্তর পূর্ব কোণে রাখতে হবে কাঠের কচ্ছপ।

Wooden Tortoise

সেরামিক কচ্ছপ:
বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখতে পারেন সেরামিক কচ্ছপ। তাতে বাড়ি সুখসমৃদ্ধিতে ভরে উঠবে। সাফল্যও আসবে আপনার জীবনে। অভাব হবে না সম্পদেরও।

Ceramic Tortoise

গৃহসজ্জায় কচ্ছপ সম্পর্কে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:
* শৌচালয় কিংবা ডাস্টবিনের আশেপাশের কোনও জায়গায় বাড়িতে কচ্ছপ রাখবেন না।
* কচ্ছপ যেখানে রাখবেন সেটি যেন অপরিচ্ছন্ন না হয়।
* প্রতিদিন কচ্ছপের গায়ে ধুলো ঝেড়ে রাখুন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement