সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম কেটে গেলে কিংবা সম্পর্ক ভেঙে গেলেও অতীতের সম্পর্ক সহজে ভোলা যায় না৷ আর তাই যে কোনও কারণেই হোক না কেন আমাদের জীবনে প্রাক্তনরা বরাবর একটা বিশেষ জায়গা দখল করে রাখে৷ কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রাক্তনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? আজও তাঁর প্রতি আপনার ক্ষোভ রয়েছে নাকি সম্পর্ক ভাঙলেও তাঁর সঙ্গে আপনার রয়েছে বন্ধুত্ব অটুট?
রাশিফল বলে দিতে পারে আপনি ঠিক কেমন সম্পর্ক বজায় রাখতে পারেন আপনার প্রাক্তনের সঙ্গে৷
ক্যাপ্রিকর্ন, স্করপিও, ভার্গো, স্যাজিটেরিয়াস:
পুরনো দিন, পুরনো প্রেম এবং সম্পর্কের কথা এই রাশির জাতক-জাতিকারা মনে রাখতে চান না৷ তাই প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাদের সম্মুখীন হলে অস্বস্তি বোধ করেন৷ তাই সম্পর্ক ভাঙলে প্রাক্তনের সঙ্গে আর সম্পর্ক রাখতে চান না এই রাশির জাতক-জাতিকারা৷
এরিস, টরাস, ক্যানসার, লিও:
এই রাশির জাতক-জাতিকারা খুবই প্রতিহিংসাপরায়ণ হন৷ তাই কেউ তাঁদের আঘাত করলে বা সম্পর্ক ভাঙলে তাঁরা প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সেই ব্যবহার তাঁরা ভোলেন না৷ যে কষ্ট তাঁরা নিজেরা পেয়েছেন সেই কষ্ট তাঁরা অপর ব্যক্তিকেও ফিরিয়ে দিতে চান৷
লিব্রা, অ্যাকোয়ারিয়াস, জেমিনি, পাইসেস:
প্রাক্তনের সঙ্গে বা অতীতের সঙ্গে কোনওরকম অশান্তিতে জড়াতে চান না এই রাশির জাতক-জাতিকারা৷ অতীতের সঙ্গে শান্তি বজায় বজায় রেখেই চলতে পছন্দ করেন৷ আর তাই প্রাক্তনদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন তাঁরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.