Advertisement
Advertisement
Jio's new Plan

আনলিমিডেট ফোনকল থেকে ডেটা, কেন সস্তায় পুষ্টিকর জিওর ১৮৯ টাকার প্ল্যান?

আর কী কী সুবিধা মিলছে এই প্ল্যানে?

Jio's 189 rupees plan offers significant relief to millions of users
Published by: Kishore Ghosh
  • Posted:August 9, 2025 9:33 pm
  • Updated:August 9, 2025 9:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্ল্যানের মূল্য মাত্র ১৮৯ টাকা। তাতেই রয়েছে আনলিমিডেট ফোনকল থেকে হাইস্পিড ডেটা। বাস্তবেই সস্তায় পুষ্টিকর রিলায়েন্স জিওর এই প্ল্যান। আমআদমির জন্য লোভনীয় এই প্ল্যান বাজারে এনে নতুন করে এয়ারটেল এবং ভোডাফোনের মতো কোম্পানিকে কঠিন প্রতিযোগিতায় ফেলে দিয়েছে জিও। ঠিক কী কী সুবিধা মিলবে এই প্ল্যানে?

Advertisement

রিলায়েন্স জিওর ওয়েবসাইটে বলা হয়েছে, প্ল্যানটি কার্যকর থাকবে ২৮ দিন। এতে মিলবে আনলিমিডটে কলের সুবিধা। গোটা দেশে রোমিং বিনামূল্যে। এছাড়াও ২ জিবি হাইস্পিড ডেটা এবং বিনামূল্য ৩০০ এসএমএস করার সুবিধা থাকছে। অন্য জিও প্ল্যানের মতোই এই প্ল্যানেও জিও টিভি এবং জিও ওআই ক্লাউড অ্যাপের সুবিধা পাবেন গ্রাহক। সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্ল্যানের মূল উদ্দেশ্য হল কম খরচে সারা মাস গ্রাহকের জিও সিমকে কার্যকর রাখা। জিওর ১৮৯-এর সমকক্ষ কোন প্ল্যান রয়েছে এয়ারটেলের? তাতে কী কী সুবিধা মেলে?

এয়ারটেলের সস্তার প্ল্যানের মূল্য ১৯৯ টাকা। ভ্যালিডিটি জিওর মতোই ২৮ দিন। এখনেও রয়েছে আনলিমিটেড ফোনকল। গোটা দেশে বিনামূল্যে রোমিং। দুই জিবি হাইস্পিড ডেটার সুবিধাও রয়েছে। এছাড়াও বিনামূল্য ৩০০ এসএমএস পাওয়া যায়। এয়ারটেল গ্রাহকদের পারপ্লেক্সিটি এআই অ্যাপের সাবস্ক্রিপশন দেয়। এছাড়াও এয়ারটেলের ১৯৫ টাকার একটি প্ল্যান রয়েছে। যেটির ভ্যালিডিটি ৯০ দিন। সঙ্গে ১৫ জিবি ডেটা রয়েছে। এছাড়াও এই প্ল্যানটির সঙ্গে বিনামূল্যে জিও হটস্টারের ৮০ দিনের সাবস্ক্রিপশন মেলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ