সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনভর ফোনে মেসেজের ঝড়। সঙ্গীকে সারাদিনের সবটা না জানাতে পারলে যেন শান্তি হয় না। মেসেজের উত্তর পেতে দেরি হলে গ্রাস করে অবসাদ। এককথায়, প্রেমে হাবুডুবু দশা। কিন্তু আদৌ এটা প্রেম তো? নাকি আটকে পড়েছেন সিচুয়েশনশিপের ফাঁদে? জেনে নিন এই উপায়ে।
১. সঙ্গীর সঙ্গে সব পরিকল্পনাই হয় শেষমুহূর্তে? হয়তো বিকেলে বেরনো, তার ঘণ্টাখানেক প্রস্তাব দেন সঙ্গী? অর্থাৎ তিনি সময় পেলে, বা যখন তাঁর আপনাকে প্রয়োজন তখনই আপনার কাছে আসে। পাশাপাশি আপনি ভবিষ্যৎ নিয়ে আলোচনার চেষ্টা করলেও নানাভাবে সঙ্গী এড়িয়ে যান? তাহলে বুঝবেন তিনি তাঁর সর্বস্ব দিচ্ছেন না মোটেই।
২. নিরাপত্তাহীনতা বা পূর্বের বাজে অভিজ্ঞতার কথা শেয়ার করার চেষ্টা করলেই এড়িয়ে যায় সঙ্গী? বরং নিছক মজা, হইহুল্লোরেই মেতে থাকার চেষ্টা করে? তাহলে সঙ্গী আদৌ আপনাকে নিয়ে সিরিয়াস কি না, তা ভেবে দেখা দরকার।
৩. বহুবার বলার পরও পরিবার ও বন্ধুদের সঙ্গে পরিচয় করাতে নারাজ সঙ্গী? বিভিন্ন অছিলায় বারবার এড়িয়ে যান? অর্থাৎ সম্পর্ককে গোপনেই রাখতে চাইছেন প্রেমিক বা প্রেমিকা। তাহলে বুঝে নেবেন, সতর্ক হওয়া প্রয়োজন।
৪. আপনার স্বপ্ন, ইচ্ছে জানতে একেবারেই আগ্রহ দেখান না সঙ্গী? আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর কাছে উচ্চাকাঙ্খা? তাহলে বুঝে নিন প্রেম নয়, সিচুয়েশনশিপে আটকে পড়েছেন। কারণ, প্রকৃত সঙ্গী প্রতিমুহূর্তে প্রতি পদক্ষেপে আপনার পাশে থাকবে। আপনার জন্য বেস্টটা দেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.