সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে। কিন্তু শতচেষ্টাতেও অর্থকষ্ট পিছু ছাড়ছে না। কী করলে বিপন্মুক্ত হবেন, তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না। জানেন কি সামান্য একটা প্রাণীর ছবিতেই মিলবে পারে এই সমস্যা থেকে মুক্তি? ফিরতে পারে সুদিন।
ভাবছেন তো ব্যাপারটা কী? বিশেষজ্ঞরা বলেন, জীবনের ওঠা-পড়ায় যোগ রয়েছে বাস্তুর। বাড়ির কোনদিকে কী রয়েছে, তার উপরও নির্ভর করে ভাগ্য। একটু ভুলে ঘটতে পারে বিপত্তি। আবার এমন অনেক বস্তু রয়েছে, যা বাড়িতে রাখলে ফেরে ভাগ্য। সেই তালিকায় রয়েছে প্রাণী বা প্রাণীর ছবিও। বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘোড়া নাকি উন্নতির প্রতীক। জানা যায়, মূলত সাদা ঘোড়া নাকি বদলে দিতে পারে ভাগ্য। তবে ঘোড়ার ছবি রাখার ক্ষেত্রেও নিয়ম রয়েছে। তা পালন না করলে হতে পারে উলটো ফল। বিশেষজ্ঞদের কথায়, ৭ টি ঘোড়ার ছবি বাড়িতে রাখলে ভাগ্যন্নোতি হতে বাধ্য। ঘুচবে অর্থকষ্ট। কিন্তু বাড়ির কোথায় রাখবেন? ভুলেও ৭টি ঘোড়ার ছবি বেডরুমে রাখবেন না। এই ছবি রাখতে হবে ড্রয়িংরুমে।
তথ্য বলছে, ড্রয়িংরুমে সাদা ঘোড়ার ছবি অর্থকষ্ট দূর করতে অব্যর্থ। শুধু বাড়িতেই নয়, চাইলে অফিসে নিজের ডেস্কেও রাখতে পারেন ৭ টি সাদা ঘোড়ার ছবি। তারপর দেখুন ম্যাজিক!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.