Advertisement
Advertisement
Jio Bharat B2

বাজারে এল jio Bharat B2! রিলায়েন্সের নতুন ফোন বুক করা যাবে ১০০ টাকাতেই

jio Bharat B2 এর দাম রাখা হয়েছে মাত্র ৭৯৯ টাকা।

new Bharat B2 phone launch by jio with safety shield features, know details
Published by: Kousik Sinha
  • Posted:October 9, 2025 3:48 pm
  • Updated:October 9, 2025 5:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রাহকদের জন্য ফের বড় ধামাকা রিলায়েন্স জিও’র। নতুন একটি ফিচার ফোন jio Bharat B2 লঞ্চ করল সংস্থা। গত বছরেই jio Bharat নামে একটি ফোন লঞ্চ হয়। তবে এটি নতুন ভার্সন বলেই দাবি সংস্থা। শুধু তাই নয়, এতে একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে। দেওয়া হয়েছে নতুন ‘সেফটি শিল্ড ফিচার’। দামও একেবারে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে।

Advertisement

সংস্থার দাবি, jio Bharat B2 এর দাম রাখা হয়েছে মাত্র ৭৯৯ টাকা। গ্রাহকরা মাত্র ১০০ টাকা দিয়ে এই ফোন বুকিং করতে পারবেন। তবে এই ফিচার ফোনের একাধিক ভেরিয়েন্ট রয়েছে। টপ মডেলের দাম কিছুটা হলেও বেশি পড়বে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টপ মডেলের দাম রাখা হয়েছে ১৭৯৯ টাকা।

ফিচার ফোন হলেও ব্যাটারি কিংবা এন্টারটেনমেন্টের সঙ্গে কোথাও কোনও কম্প্রোমাইজ করেনি জিও। প্রকাশিত খবর অনুযায়ী, এই ফোনে ২.৪ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০০mah এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। যাতে একবার চার্জ দিলে কথা বলা যাবে দীর্ঘক্ষণ। এখানেই শেষ নয়, এই ফোনে অন্তত ৪৫৫টির বেশি লাইভ চ্যানেলের সাপোর্ট দিয়েছে সংস্থা।

বর্তমানে দেশে ডিজিটাল পেমেন্টে লেনদেন অনেক বেশি হয়। সে কথা মাথায় রেখে ইউপিআই পেমেন্ট অপশন রাখা হয়েছে। ফলে প্রয়োজন হবে না স্মার্টফোনের, ফিচার ফোনের সাহায্যেই করা যাবে ডিজিটাল লেনদেন। এর সঙ্গেই রয়েছে বিশেষ ‘সেফটি শিল্ড ফিচার’। সংস্থার দাবি, ফোনটি যদি বয়স্ক কোনও মানুষের জন্য কিংবা বাড়ির সন্তানের জন্য কেনেন তাহলে সংশ্লিষ্ট ফোনটি যে কোনও স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করতে পারেন। এক্ষেত্রে Jio-র companion অ্যাপটি ইনস্টল করতে হবে। আর তাতে ফোনের মাধ্যমে jio Bharat B2 ব্যবহারী কোথায় রয়েছেন তা যেমন সহজে ট্র্যাক করতে পারবেন, তেমনই একাধিক আরও সুবিধা পাবেন গ্রাহকরা। জিও স্টোর-সহ যে কোনও অনলাইনের মাধ্যমে এই ফোন কেনার সুযোগ রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ