সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জিও গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় অফারের পসরা নিয়ে এলেন৷ একথা এখন সবাই জানেন যে আগামী ৩১ মার্চ জিও-র ‘হ্যাপি নিউ ইয়ার’ অফারের অন্তর্গত ফ্রি ফোর-জি ডেটা সার্ভিসের মেয়াদ ফুরোচ্ছে৷
গত পয়লা মার্চ থেকে রিলায়েন্স জিও প্রাইম মেম্বারশিপের আবেদন গ্রহণ করছে৷ হ্যাপি নিউ ইয়ার অফারে যে যে পরিষেবা ফ্রি-তে মিলত, সেই সমস্ত পরিষেবা পেতে হলে এককালীন ৯৯ টাকা ও প্রতি মাসে ৩০৩ টাকা করে খরচ করতে হবে জিও গ্রাহকদের৷ কিন্তু এবার এই সংস্থা এমন একটি অফার নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনার প্রাইম মেম্বারশিপের জন্য প্রয়োজনীয় ৯৯ টাকাই আপনি ফেরত পাবেন৷
50 Cashback on subscriptions & recharges only on . Get your Jio Prime membership today. For T&C:
— Reliance Jio (@reliancejio)
এর জন্য আপনাকে স্মার্টফোনে ডাউনলোড করতে হবে ‘জিও মানি’ অ্যাপটি৷ নতুন প্ল্যান মোতাবেক, এই অ্যাপ মারফত রিচার্জে আপনি পাবেন ৫০ শতাংশ ক্যাশব্যাক৷ ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ নিলে পাবেন ৫০ শতাংশ অর্থাৎ ৫০ টাকা ক্যাশব্যাক৷
এরপর আপনাকে প্রতিদিন ১ জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা পরিষেবা পেতে হলে আরও ৩০৩ টাকার রিচার্জ করতে হবে৷ জিও মানি অ্যাপ মারফত সেই রিচার্জেও আপনি পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক৷
তাহলে আপনার জিও মানি ওয়ালেটে ঢুকছে ৫০+৫০=১০০ টাকা৷ তাহলে, আপনার প্রাইম মেম্বারশিপের জন্য খরচ করা ৯৯ টাকাই আপনি ফেরত পেয়ে গেলেন৷
What’s the Jio Prime @ ₹99 membership? What’s the ₹303 recharge?
Know now & tell your friends. Hurry & claim today:— Reliance Jio (@reliancejio)
প্রাইম মেম্বাররা ‘হ্যাপি নিউ ইয়ার’ অফারের সমস্ত সুযোগ-সুবিধাই পাবেন৷ প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন ৩০ দিন পর্যন্ত৷ হিসাব করলে, প্রতি দিন ১০ টাকার বিনিময়ে মিলবে ১ জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা৷ তবে এই অফার পেতে হলে ৩১ মার্চের মধ্যে জিও প্রাইম মেম্বার হতে ভুলবেন না যেন!
তবে একটি প্রশ্ন বারবারই টেলিকম ইন্ডাস্ট্রিতে ঘুরপাক খাচ্ছে, যে ফ্রি অফারের মেয়াদ ফুরোলেও কতজন ইউজার জিও সিম ব্যবহার করবেন! এই প্রশ্নের উত্তর দিচ্ছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম৷
More than just a call, a lot more than just a conversation. Experience a new way of getting in touch with Jio4GVoice
— Reliance Jio (@reliancejio)
তাদের এক সমীক্ষার ফলাফল এদিন প্রকাশ্যে এসেছে৷ সেই সমীক্ষায় যে যে বিষয়গুলি উঠে এসেছে, সেগুলি পড়ে নিন একনজরে-
১. অর্ধেকের বেশি জিও ইউজার তাঁদের জিও নম্বরই জানেন না৷
২. ৭১ শতাংশ জিও গ্রাহক দাবি করেছেন, এয়ারটেলের তুলনায় স্পিড কম হলেও তাঁরা জিও-র ডেটা পরিষেবায় সন্তুষ্ট৷
৩. ৯৪ শতাংশ গ্রাহক জানিয়েছেন, জিও সিম কার্ডটি তাঁদের সেকেন্ডারি নম্বর৷ প্রাইমারি নম্বরটি হয় এয়ারটেল নয়তো ভোডাফোন৷
৪. ৭০ শতাংশ গ্রাহকই প্রতি মাসে ৩০৩ টাকার বিনিময়ে প্রতিদিন ১ জিবি করে ফোর-জি ডেটা পেতে রাজি৷
৫. ৮৪ শতাংশ জিও ইউজারই প্রাইম মেম্বারশিপ পেতে চান৷
Unlimited services for 1 yr with @ an annual membership fee of Rs 99. Don’t wait till 31st March. Join now
— Reliance Jio (@reliancejio)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.