Advertisement
Advertisement
llama 4

AI দুনিয়ায় Meta-র নয়া অবতার, প্রবল চাপে ChatGPT-Google Gemini!

এই AI মডেল বিভিন্ন প্ল্যাটফর্মে আরও দ্রুত পরিষেবা প্রদান করবে।

Now Meta introduced new AI model llama 4
Published by: Kishore Ghosh
  • Posted:April 9, 2025 5:09 pm
  • Updated:April 9, 2025 5:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের দুনিয়ায় এবার নয়া অবতার। বাজারে এসে গেল মেটার নতুন এআই মডেল লামা ৪ (Llama 4)। ChatGPT এবং Gemini-কে টেক্কা দিতে মাঠে নামলেন মার্ক জুকারবার্গ। মেটা লামা ৪ মডেলটি সিরিজের দুটি সংস্করণ চালু করেছে– লামা ৪ স্কাউট এবং লামা ৪ ম্যাভেরিক। দুটি সংস্করণই মেটার ওয়েবসাইট এবং হাগিং ফেস থেকে ডাউনলোড করা যাবে।

Advertisement

আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বিশেষজ্ঞরা জানাচ্ছেন, জুকারবার্গের সংস্থার নতুন এআই মডেল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়েবে মেটা এআইকে শক্তিশালী করছে। আরও দাবি, লামা ৪ সরাসরি ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং গুগলের জেমিনিকে টেক্কা দেবে। 

মেটা লামা ৪ দুটি সংস্করণ চালু করেছে। সেগুলি হল লামা ৪ স্কাউট এবং লামা ৪ ম্যাভেরিক। লামা ৪ স্কাউট একটি হালকা এবং কমপ্যাক্ট মডেল। লামা ৪ ম্যাভেরিক একটি শক্তিশালী এবং উন্নত মডেল, যা ওপেনএআই জিপিটি-৪ও এবং গুগল জেমিনি ২.০ ফ্ল্যাশের মতো প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতার জন্য ডিজাইন করা।

লামা ৪ একটি মাল্টিমডাল। টেক্সট, ছবি এবং ভিডিও ডেটা বুঝতে এবং প্রক্রিয়া করতে পারে। মডেলটি টেক্সট এবং ভিজুয়াল দুটির সঙ্গেই ইন্টারঅ্যাক্ট করতে পারে।। এই দুটি সংস্করণই মেটার ওয়েবসাইট এবং হাগিং ফেস থেকে ডাউনলোড করা যাবে। এই মডেলগুলি চিনা এআই স্টার্টআপ ডিপসিক দ্বারা অনুপ্রাণিত। লামা ৪ এখন মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে আরও ভালো এবং দ্রুত পরিষেবা প্রদান করবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ