সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেদের অবস্থান থেকে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গেল ই ওয়ালেট সংস্থা পেটিএম। ক্রেডিট কার্ড থেকে মোবাইল ওয়ালেটে টাকা পাঠালেই দিতে হবে ২ শতাংশ কর। বুধবার এই ঘোষণা করেছিল সংস্থাটি। কিন্তু বৃহস্পতিবারই নিজেদের সেই অবস্থান থেকে সরে আসল তারা। জানিয়ে দিল গ্রাহকদের কথা ভেবেই নতুন নিয়ম চালু করা হচ্ছে না।
সংস্থার তরফ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘নিজেদের কয়েকলক্ষ গ্রাহকদের কথা ভেবেই আমরা ওই ২ শতাংশ কর তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে অনেকেই আছেন যারা পেটিএমের এই ব্যবস্থার সুযোগ নেন। আমরা সেদিকে নজরদারি আরও বাড়াব। যাঁদের বিরুদ্ধে অন্যায় সুযোগ নেওয়ার প্রমাণ পাওয়া যাবে, তাঁদের ব্লক করা হবে।’
কয়েকদিন আগেই পেটিএম-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়, গ্রাহকরা তাঁদের ক্রেডিট কার্ড থেকে পেটিএম ওয়ালেটে টাকা পাঠাচ্ছে। তারপর সেখান থেকে বিনামূল্যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে। এর ফলে গ্রাহকদের ক্রেডিট কার্ডের লয়ালটি পয়েন্ট বেড়ে যাচ্ছে এবং তাঁরা ফ্রি ক্রেডিট পিরিয়ড পাচ্ছে। সেকারণেই বুধবার ঘোষণা করা হয়েছিল ক্রেডিট কার্ড থেকে পেটিএমে টাকা পাঠালে ২ শতাংশ কর দিতে হবে। সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দীপক অ্যাবট এই প্রসঙ্গে বলেন, ‘গ্রাহকদের কথা ভাবাই আমাদের প্রথম লক্ষ্য। আমাদের কাছে তাঁরা সবার আগে। ভারতের জনগণকে ডিজিটাল লেনদেন উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.