Advertisement
Advertisement
Relationship News

বয়স বেড়েছে ঠিকই, কিন্তু পরিণত হয়েছেন কি? বুঝে নিন এই উপায়ে

এই কাজগুলো করেন না তো?

Are you emotionally matured? Here is details
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 19, 2025 6:30 pm
  • Updated:August 19, 2025 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সকলেই পরিণত হন। তবে শুধুই কি বয়স? বিভিন্ন ঘটনা মানুষকে এক ধাক্কায় অনেক বেশি পরিণত করে তোলে। বদলে দেয় দৃষ্টিভঙ্গি। হয়তো কিছুদিন আগে যে ঘটনা আপনাকে ভেঙে-চুরে দিত, আজ সেগুলো নিছক বোকামো ছাড়া আর কিছুই মনে হয় না। কিন্তু সব পরিস্থিতিত শক্ত হাতে সামাল দিতে পারলেই কি নিজেকে পরিণত বলা যায়? চলুন আজ জেনে কোন পাঁচটি কাজে নিশ্চিত করে বলা যায় যে, হ্যাঁ আপনি পরিণত।

Advertisement

১. জীবনে চলার পথে আপনার যেমন সকলকে পছন্দ হবে না, তেমনই সকলেরও আপনাকে পছন্দ হবে না। এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। একইভাবে আপনি কাউকে ভালোবাসেন মানে কখনই এটা নয় যে একইভাবে তাঁকেও আপনাকে ভালোবাসতে হবে। কারও উপর জোর করে ভালোবাসা, বন্ধুত্ব বা অ্যাটেনশন আদায়ের চেষ্টা করেন? উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে আপনি একেবারেই পরিণত নন। পরিণত কেউ কাউকে ধাওয়া করে না। যত প্রিয় মানুষ হন না কেন, যে যেতে চায় তাকে যেতে দেওয়াই ম্যাচিওরিটি।

২. ভুল করলে তা স্বীকার করে নেন? নাকি নিজের ভুল ঢাকা দিয়ে যেত প্রকারে জেতার চেষ্টা করেন? যদি দ্বিতীয়টি আপনার স্বভাব হয়ে থাকে, তাহলে আপনি পরিণত নন। পরিণত মানুষেরা সহজেই নিজের ভুলটা মেনে নিতে পারেন।

৩. পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, ভাই-বোনের সাফল্য দেখে ঈর্ষা হয়? নাকি অন্য়ের আনন্দে ভেসে যান? যদি হিংসা না হয়, তাহলে আপনি একদম মন থেকে বড় হয়ে গিয়েছেন।

৪. সব তর্ক-বিতর্কে যে আপনিই জিতবেন, তেমনটা নাই হতে পারে। সব ক্ষেত্রে কখনই এটা সম্ভব নয়। এটা যদি মেনে নেওয়ার মতো মানসিক শক্তি পেয়ে থাকেন, বুঝবেন আপনি পরিণত।

৫. কারও স্বভাব-আচরণ আপনার পছন্দ না-ই হতে পারে। তার মানে এটা নয় যে তাঁকে আপনি বদলে ফেলার চেষ্টা করবেন। প্রত্যেকটা মানুষ আলাদা, ভাবনাচিন্তা আলাদা। যদি এটা মেনে নিতে পারেন, বুঝবেন আপনি পরিণত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement