সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প-এ পুজো আর প-এ প্রেম। অষ্টমীর শাড়ি আর পাঞ্জাবির চোখাচোখি। মনছোঁয়া হালকা হাসি। কিংবা একসঙ্গে রাত জেগে ঠাকুর দেখা। দু’জনে যেন একে অপরকে ছাড়া চলতেই পারে না। আর সেই পুজোর সময়েই কি আপনি ‘প্রেমহীন’? এবারও মনের দরজায় কেউ কড়া নাড়তে পারেননি? মনের মানুষ নেই বলে মনখারাপ? বছরকার পাঁচটা দিনে আর হতাশ হবেন না। তার চেয়ে বরং নিজেকে ভালোবাসে ‘প্রেমহীন’ পুজো (Durga Puja Lifestyle) কাটান দ্বিগুণ আনন্দে। কীভাবে পুজো কাটাবেন, তার নীল নকশা তৈরি করুন আজই।
* হাতে স্মার্টফোন থাকলেই এখন কেনাকাটি করা সম্ভব। এক ক্লিকেই পছন্দসই পোশাক কেনা যায়। অবশ্য চাইলে অফলাইনেও কেনাকাটি করতে চান। অনলাইন কিংবা বাজারে ঘুরেফিরে পুজোর কেনাকাটি সেরে ফেলুন।
* মনের মানুষ নেই বলে পুজোর আগে ত্বক ও চুলের যত্নে কোনও খামতি রাখবেন না। ব্যস্ততা সামলে সময় করে যান বিউটি পার্লারে। নিজেকে সাজিয়ে তুলুন।
* ঘর সাজালেও অনেকের মন ভালো থাকে। তাই পুজোর আগে নিজেকে সাজানোর পাশাপাশি ঘরও সাজিয়ে তুলুন। কিনতে পারেন নতুন চাদর, পর্দা। নতুন ধরনের আলো কিনেও সাজাতে পারেন ঘর।
* সারাবছর অফিস, ডেডলাইনের ব্যস্ততায় এখন আর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার সময় পাওয়া যায় না। পুজোয় ছুটির কটাদিন অন্যান্য সম্পর্কগুলিকে ঝালিয়ে নিন। আত্মীয়স্বজনের বাড়ি যেতে পারেন। তাঁদের নিজের বাড়িতে ডেকে নিতে পারেন। কিংবা কাছেপিঠে কোনও রেস্তরাঁ, কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। একসঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করলেও মন্দ হবে না।
* আপনি ঘরকুনো? তবে আপনার নিশ্চিন্তের নীড়েই কাটান পুজোর কটাদিন। ঘরে বসে ভালো ভালো ছবি কিংবা ওয়েব সিরিজ দেখতে পারেন।
* পুজো মানেই দেদার খাওয়াদাওয়া। ডায়েটের কথা ভুলে ভালো খাবার খান। পেটের তৃপ্তি আনবে মানসিক শান্তি। তাতে মন ভালো থাকবে।
* পুজোর কটাদিনের ছুটিতে কোথাও একা একা ঘুরেও আসতে পারেন। তা সে পাহাড় হতে পারে কিংবা সমুদ্র। তবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে হবে আজই। আর বেশি দেরি করলে টিকিট কিংবা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.