Advertisement
Advertisement
Durga Puja Lifestyle

বন্ধুদের সঙ্গে রাত জেগে ঠাকুর দেখার প্ল্যান কিশোর সন্তানের? এই কথাগুলি আগেই বলে রাখুন

কিশোর সন্তান তার বন্ধুবান্ধবদের সঙ্গে পুজোয় কোনও পরিকল্পনা করবে না, তা আবার হয় নাকি?

Durga Puja Lifestyle: Tips for parents to control teenage kids plan during Durga Puja pandal hopping overnight
Published by: Sayani Sen
  • Posted:September 11, 2025 5:50 pm
  • Updated:September 11, 2025 5:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারাবছর কাটে কঠোর নিয়মে। স্কুল, পড়াশোনা, মা-বাবার শাসনে দিন কাটে কিশোর-কিশোরীদের। পুজো মানেই বাঁধন মুক্তো হয়ে সময় কাটানোর সুযোগ পায় তারা। একটুকরো স্বাধীনতা কে না চায়? তাই পুজোয় রাত জেগে ঠাকুর দেখার পরিকল্পনা করে কেউ কেউ। কিশোর সন্তান তার বন্ধুবান্ধবদের সঙ্গে পুজোয় কোনও পরিকল্পনা করবে না, তা আবার হয় নাকি? তবে বাড়ি থেকে বেরনোর আগে কয়েকটি কথা বলতে ভুলবেন না।

Advertisement

* প্রথমেই জেনে নিন আপনার সন্তান কার সঙ্গে যাচ্ছে। বন্ধুদের ফোন নম্বর নিতে ভুলবেন না। খুব অচেনা বন্ধুবান্ধবদের সঙ্গে বেরতে না দেওয়াই ভালো।
* কোনদিকে আপনার সন্তান যাচ্ছে, তাও জেনে নিন। রাস্তাঘাট না চিনলে, সে সম্পর্কে তথ্য দিন। নইলে রাস্তায় বেরিয়ে বিপদে পড়তে পারে আপনার সন্তান।
* না জানিয়ে অন্য কোথাও যেতে বারণ করুন সন্তানকে। তাতে সে অযথা বিপদে পড়তে পারে।

pandal-hopping* কিশোর সন্তানের হাতে স্মার্টফোন দিন। বিপদে পড়লে প্রথমে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলুন।
* কারও সঙ্গে অযথা ঝগড়াঝাটি কিংবা বিতর্কে যাতে সে না জড়ায়, তা বুঝিয়ে বলুন।
* কিশোর সন্তান রাত জেগে ঠাকুর দেখতে বেরবে। খাওয়াদাওয়াও করবে বাইরে। তাই তার হাতে টাকা দিন। দেদার দেবেন না। টাকা কোথায় কীভাবে খরচ হল, সে বিষয়ে তাকে জানাতে হবে – আগে থেকেই তা বলে দিন। বাড়ি ফেরার পর তার থেকে খরচের বিস্তারিত হিসাব নিন।
* বাড়ি ফেরার পর কিশোর সন্তানের সঙ্গে গল্পগুজব করুন। কোথায় গেল, কী করল, কী খেল – সে সম্পর্কে গল্পের ছলে জানতে চান। এই সুযোগে আপনার ও আপনার সন্তানের মধ্যে সম্পর্কের যেমন উন্নতি হবে, তেমনই আবার তার গতিবিধি সম্পর্কে সম্যক ধারণাও তৈরি হবে।
* কৈশোরে নানা উথালপাতাল চলে। তবে মনের কোণে উঁকি দিতে থাকে প্রেম, ভালোলাগা। আবার তার দিক থেকে সাড়া না পেলে যন্ত্রণা। এই সময়ে তাই আবেগের বশে অনেক কিছু করে ফেলে কেউ কেউ। আবেগ সামলে রাখার পরামর্শও দিতে ভুলবেন না। তাতে পুজো শুধু নয়, সারাজীবনে উপকৃত হবে সে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ