Advertisement
Advertisement
Durga Puja Lifestyle

পুজোয় ভালোলাগার মানুষকে প্রোপোজ করবেন? এই ৫ ভুল থেকে সতর্ক থাকুন

ভালোলাগার মানুষের কাছে মনের কথা খুলে বলবেন ভাবছেন?

Durga Puja Lifestyle: You have to think these things before propose someone
Published by: Sayani Sen
  • Posted:September 22, 2025 9:24 pm
  • Updated:September 22, 2025 9:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজ যাতায়াতের পথে তাঁকে দেখতে পান? কিংবা অফিসের কাজের চাপের মাঝেও তাঁর দিকে খেয়াল রাখেন? আর মনে হয়, যদি নিজের করে পেতাম। একান্তে তাঁর সঙ্গে কিছুটা সময় কাটাতে পারতাম? ভাবছেন তাঁকে প্রেম প্রস্তাব দেবেন, কিন্তু হয়ে উঠছে না? সামনেই পুজো। ভালোলাগার মানুষের কাছে মনের কথা খুলে বলবেন বলে ভাবছেন? তবে এই ৫ ভুল যেন না হয়, সেদিকে খেয়াল রাখুন।

Advertisement

* আপনি প্রেমপ্রস্তাব দিলেন মানেই বিপরীত ব্যক্তি রাজি হবেন, তা কিন্তু সবসময় নয়। তাই না বললে, তাঁর সিদ্ধান্তে সম্মান করতে শিখুন। জোর করে তাঁকে বিরক্ত করবেন না। কারণ, সম্পর্ক মন সায় না দিলে তৈরি হতে পারে না।

* আপনার মনের মানুষ প্রেম প্রস্তাবে রাজি হলেন মানে জীবনটা পুরোপুরি বদলে গেল তা নয়। কিংবা আপনার জীবনের সব সমস্যার তিনি সমাধান করতে পারবেন, তা হতে পারে না। আপনার সমস্যা সমাধান করতে হবে আপনাকেই। শুধু জানবেন, খুব কাছের কেউ আপনার ভালো কিংবা দুঃসময় পাশে রয়েছেন।

Love

* আপনার প্রেম প্রস্তাবে কেউ সাড়া দেওয়া মানেই নিজের সম্পত্তি হয়ে যাওয়া নয়। তাই জোর করে তাঁর উপর কিছু চাপিয়ে দেবেন না। অযথা তাঁকে নিয়ন্ত্রণ করবেন না। তাতে তিক্ততা তৈরি হবে। সম্পর্ক নষ্ট হবে।

* ভালোলাগা আর ভালোবাসা কিন্তু এক নয়। তাই প্রস্তাবে রাজি হওয়ার পর যদি মনে করেন, তাঁর সঙ্গে আপনার মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তাহলে সরে আসুন। একাকিত্বের আতঙ্কে জোর করে সম্পর্ক টেনে নিয়ে যাবেন না। তিক্ততা না বাড়িয়ে নিজেদের মধ্যে কথা বলে সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।

Man fall in love with friends girl friend mother in Nadia
প্রতীকী ছবি

* প্রতিক্ষেত্রেই সমঝোতা প্রয়োজন। প্রতিটি সম্পর্কের ভিতও বোঝাপড়া। তাই সম্পর্কের শুরুতেই স্পষ্ট করে নিন একথা দু’জনে। জোর করে কারও জন্য নিজেকে বদলাতে যাবেন না। তবে বোঝাপড়ায় যেন কোনও খামতি না হয়, সেদিকে খেয়াল রাখুন।

কারও সঙ্গে সম্পর্ক তৈরির আগে সতর্ক হোন। মনে রাখবেন, সম্পর্ক তৈরি হতে অনেক সময় লাগে। ভাঙতে বেশিক্ষণ নয়। তাই যা-ই সিদ্ধান্ত নিন তা যেন হয় ভেবেচিন্তে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ