Advertisement
Advertisement
Friendship

সুখ-দুঃখের সঙ্গীকে মনের কথা বলে ঠকছেন না তো, জানুন সঠিক বন্ধু চেনার উপায়

বন্ধু চিনতে কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

follow some tips to know who is your true Friend
Published by: Arani Bhattacharya
  • Posted:August 2, 2025 9:22 pm
  • Updated:August 2, 2025 9:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই বন্ধুত্বের দিন, ফ্রেন্ডশিপ ডে। বন্ধু ছাড়া জীবন একেবারেই অসম্পূর্ণ। সেই অর্থে বলতে গেলে ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’। তবে হ্যাঁ, একইসঙ্গে বন্ধু রূপে শত্রুর অভাবও আমাদের জীবনে হয় না। তাই বন্ধুত্বের ক্ষেত্রে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ তা হল সঠিক বন্ধু চেনা। জেনে নিন সঠিক বন্ধু চেনার উপায়।

Advertisement

বন্ধু হল আমাদের এমন এক ভরসাস্থল যাকে বিশ্বাস করে আমরা আমাদের মনের অনেক কথাই তার সঙ্গে ভাগ করে নিতে পারি। তবে আপনি আপনার জীবনের সিক্রেটটি বন্ধু ভেবে যার সঙ্গে ভাগ করলেন সে কতটা তার মান রাখতে পারল সেটাও বোঝার বিষয়। আপনার সিক্রেট বিষয় নিজের মধ্যে না রেখে পাঁচ কান করা ব্যক্তি কখনই আপনার ভালো বন্ধু হতে পারে না। একথা অবশ্যই মাথায় রাখবেন।

বন্ধুত্বের ক্ষেত্রেও কিন্তু প্রেম-ভালোবাসার সম্পর্কের মতোই মানসিকতার মিল থাকা ভীষণ প্রয়োজন। কারণ মানসিকতার মিল না থাকলে সেই বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হওয়া বা মতের মিল হওয়া খুব মুশকিল।

বন্ধুত্বে ভীষণভাবে প্রয়োজন বিশ্বাস। বিশ্বাসের উপর ভিত্তি করেই কিন্তু যে কোনও সম্পর্ক গড়ে ওঠে। বন্ধু নির্বাচন করার সময় অথবা কোনও বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করার সময় যাচাই করে নেবেন অবশ্যই যাতে বিশ্বাসের জায়গায় সে আঘাত না করে।

আপনি যাকে কাছের বন্ধু মনে করেন সে যদি বন্ধুত্বের আড়ালে আপনার ব্যক্তিগত বিষয় বা খারাপ লাগার বিষয় নিয়ে লাগাতার আপনাকে ছোট করে। মজা করে সকলের সামনে আপনার তাহলে বুঝবেন সে কখনই আপনার কাছের বন্ধু নয়।

যে বন্ধু প্রতিনিয়ত আপনার সাফল্যে হিংসাপরায়ন হয়। আপনাকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে দেয় সে একেবারেই আপনার ছদ্মবেশী বন্ধু। প্রকৃত বন্ধু নয়। তাই বন্ধুত্বের ক্ষেত্রে বা কোনও বন্ধুকে চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে এই বিষয়গুলি অবশ্যই যাচাই করে নেবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ