Advertisement
Advertisement
জড়িয়ে ধরার ভঙ্গিমা

কীভাবে জড়িয়ে ধরে প্রেমিক? ভঙ্গিমাই বলে দেবে কতটা গভীর আপনাদের ভালবাসা

পরখ করে দেখুন প্রেমিক ঠিক কতটা ভালবাসে আপনাকে।

How you hug a partner? this the way to guess what kind of lover
Published by: Sayani Sen
  • Posted:March 1, 2020 4:58 pm
  • Updated:March 1, 2020 4:58 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও কখনও প্রেমিকের সঙ্গে ঝগড়াঝাটি হলে দ্বন্দ্বে ভুগতে থাকেন? অনেকে তো আবার ভেবেই ফেলেন সম্পর্ক আর আগের মতো নেই। তবে ঝগড়াঝাটির মাঝে একবার আপনার সঙ্গী জড়িয়ে ধরলেই দেখবেন রাগ গলে জল। কিন্তু আপনার সম্পর্ক কি এই সহজ রসায়নের বাইরে? মানে সম্পর্কের বাঁকে বাঁকে কি সন্দেহ বাসা বেঁধেছে? তবে আপনার প্রেমিকের মন বুঝতে সহজ পদ্ধতির সাহায্য নিন। কেমন করে প্রেমিক জড়িয়ে ধরছেন, সেদিকে খেয়াল রাখুন। জানেন কী জড়িয়ে ধরার ধরন দেখেই ভালবাসার গভীরতার প্রমাণ পাওয়া যেতে পারে।

Advertisement

আপনার প্রেমিক কি কাঁধের দিক থেকে জড়িয়ে ধরতে ভালবাসেন? আর নিশ্চয়ই তা দেখে আপনার মনে মনে অভিমান জমতে জমতে পাহাড় হয়ে গিয়েছে? আপনি বিশ্বাস করেই ফেলেছেন যে, প্রেমিক একেবারেই ভালবাসেন না তাই তো? উত্তর ‘হ্যাঁ’ হলে এই ভাবনাচিন্তা বদলান। বরং সঙ্গীকে আরও কাছে টেনে নিন। বিশেষজ্ঞদের দাবি, এভাবে যাঁরা জড়িয়ে ধরতে ভালবাসেন, তাঁদের সম্পর্ক একেবারেই বন্ধুর মতো। তাই দু’জনের অযথা ভুল বোঝাবুঝি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

side hug
বুকে টেনে ধরে জড়িয়ে ধরার অভ্যাস রয়েছে প্রেমিকের? প্রশ্ন শুনে লজ্জা পেয়ে গেলেন? লজ্জা পাওয়ার কিছুই নেই। বরং ভাবুন কত ভাগ্য করে প্রেমিক পেয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, যাঁরা এভাবে জড়িয়ে ধরেন তাঁরা নিজের প্রেমিকার প্রতি অত্যন্ত যত্নশীল হন।

[আরও পড়ুন: ৫০ পেরলেই দাম্পত্য মিলন আরও মধুর! জেনে নিন সেই তৃপ্তির রসদ]

ধরুন কাজ করছেন। আচমকা পিছন দিক থেকে কেউ জড়িয়ে ধরল। চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন এ আপনার প্রেমিক ছাড়া কেউ হতেই পারে না। যদি আপনার প্রেমিকের সঙ্গে মিল পান তবে জেনে রাখুন প্রেমিক আপনাকে যেকোনও বিপদ থেকে রক্ষা করার জন্য তৈরি রয়েছেন।

Back hug

প্রেমিক কি খুব শক্ত করে জড়িয়ে ধরে আপনার চোখে চোখ রেখে প্রেমের কথা বলেন? তবে জানবেন ইনি আপনার আদর্শ মনের মানুষ। সঠিক জীবনসঙ্গী। ইনি আপনার ভালর পাশাপাশি আপনার খারাপ গুণগুলিকেও চোখ বন্ধ করে ভালবাসতে পারেন।

Soul searching hug

প্রেমিক জড়িয়ে ধরবেন বুঝতে পারামাত্রই কি আপনার আতঙ্ক তৈরি হয়? মনে হয় উফফ এসবের আবার কি প্রয়োজন? তবে আপনার সম্পর্ক নিয়ে ভাবার সময় এসেছে। কারণ বিশেষজ্ঞরা বলছেন, যে যুগল একে-অপরকে অত্যন্ত জোরে জড়িয়ে ধরে, তাঁরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভোগেন। মনে করেন এই বুঝি সম্পর্ক ভাঙল বলে। তাই সন্দেহ নিয়ে বোঝার মতো মনে করে সম্পর্ক বয়ে চলার চেয়ে একা বাঁচুন। দেখবেন অনেক ভাল আছেন।

Hug

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ