Advertisement
Advertisement
Relationship Tips

বেডরুম সিক্রেট! সম্পর্কে উষ্ণতা বজায় রাখার এই সাত টোটকা জেনে রাখুন

নতুন করে ভাবুন। ভাবতে শিখুন।

Know these bedroom secrets to improve marital relationship, experts give tips

ছবি: সংগৃহীত

Published by: Suparna Majumder
  • Posted:July 22, 2024 2:36 pm
  • Updated:July 22, 2024 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেডরুম। দিনে শেষে এখানেই ফেরা, আবার সকালের ভাঙা। এর মাঝেই লুকিয়ে থাকে নানা সিক্রেট। কখনও তা সম্পর্ক গড়ে তোলে, আবার কখনও প্রেমের বাঁধন আলগা করে দেয়। এক ছাদের নিচে স্বামী-স্ত্রীর সম্পর্কের নানা চড়াই-উতরাই চলতে থাকে। একই খাটে ঘুমোন, তবুও ভোঁতা হতে থাকে সম্পর্কের ধার। কমতে থাকে শরীরের চাহিদা।

Advertisement
Couple-Bedroom-1
ছবি: সংগৃহীত

সম্পর্কের উষ্ণতা ফেরাতে চান? নতুন করে ভাবুন। ভাবতে শিখুন। বেডরুম বা বিছানা প্রসঙ্গ মানেই কিন্তু যৌনতা নয়। এর বাইরেও এমন কিছু রয়েছে যা আপনার সম্পর্ককে মজবুত করতে পারে। যেমন –
শোওয়ার সময় ফোন কাছে নিয়ে শোবেন না। যদি সম্ভব হয় তাহলে এই নেশাবস্তুটি বেডরুমের বাইরে রাখুন। পার্টনারের থেকে স্পেস চাওয়ার পাশাপাশি তাঁকেও একটু সময় দিতে শিখুন।

[আরও পড়ুন: জিভের আদরেই আগুন চুমু! জেনে রাখুন এই পাঁচ কারসাজি ]

ঘুমের আগে স্বামী বা স্ত্রী’র সঙ্গে একটু কথা বলুন। ভালোবাসা বা ভালোলাগার কথা। গল্প করুন, আড্ডা দিন। চাইলে অফিসের মজার কোনও ঘটনাও শেয়ার করতে পারেন। এতে সম্পর্কের বন্ধুত্বর জায়গাটি অটুট থাকে।
প্রতিদিন একই সময়ে পার্টনারের সঙ্গে ঘুমোতে যেতে চেষ্টা করুন। এতে একটা অভ্যেস তৈরি হয়। পাশাপাশি পার্টনারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোরও ইচ্ছে জাগে। শরীরে তৈরি হয় মিলনের চাহিদা।

Couple-Bedroom-2
ছবি: সংগৃহীত

প্রতি রাতে সেক্স বা যৌনতা জরুরি নয়। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে স্পর্শ খুবই গুরুত্বপূর্ণ। তাই যৌনতাবিহীন আদরে মাতুন, মাতিয়ে রাখুন। স্ত্রী’কে চুম্বন করুন কিংবা আলিঙ্গন। এতে সম্পর্কের উষ্ণতা বজায় থাকে।
যদি সম্ভব হয় শোওয়ার ঘরে টেলিভিশন বা ডেস্কটপ রাখবেন না এতে স্বামী-স্ত্রী’র প্রাইভেট সময় নষ্ট হয়।
সন্তানের শোওয়ার ঘর আলাদা রাখুন। তাঁকে এটা বোঝান তাঁর মা-বাবারও ব্যক্তিগত সময়ের প্রয়োজন রয়েছে।
প্রতি রাতে ঘুমিয়ে পড়ার আগে একদম পুরনো দিনের মতো পার্টনারকে বলুন ‘ভালোবাসি তোমায়’। ভালোবাসা সব সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে।

[আরও পড়ুন: বিপজ্জনক লেন্স, আর একটু হলেই দৃষ্টি হারাতেন অভিনেত্রী জাসমিন! আপনার ঝুঁকি কতটা?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement