সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম হোক বা বন্ধুত্ব, যে কোনও সম্পর্কে মতবিরোধ খুব স্বাভাবিক একটা বিষয়। সব ক্ষেত্রেই দুটো মানুষের মতের মিল হবেই, তা এককথায় অসম্ভব। মতবিরোধ অনেকসময় তুমুল কথা কাটাকাটির আকার নেয়। তবে প্রিয়জনের সঙ্গে অশান্তি কারই বা ভালো লাগে! কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায়, ঝামেলা মেটাতে গিয়ে বা ক্ষমা চাইতে গিয়ে উলটে নতুন করে ঝামেলায় জড়িয়ে পড়েন অনেকে। চলুন আজ জেনে নেওয়া যাক এই সমস্যা এড়িয়ে চলার উপায়।
১. সব কিছু বাদ দিয়ে প্রথমে নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি ক্ষমা চাইতে চাইছেন। সত্যিই কি গোটা বিষয়টার জন্য আপনি মন থেকেই দুঃখ পেয়েছেন? নাকি দুজনের মধ্যেকার অস্বস্তি দূর করতে ‘সরি’ বলতে চাইছেন, সেটা আগে বুঝুন। মনে রাখবেন, জোর করে ক্ষমা চাওয়ার সুফলের তুলনায় কুফলই বেশি। যদি শুধুমাত্র অশান্তি মেটানোর জন্য বাধ্য হয়ে ‘সরি’ বলেন, তাহলে জানবেন সেখান থেকেই নতুন অশান্তির শুরু হবে।
২. সমস্যা বা অশান্তি হলে যে সঙ্গে সঙ্গেই তা ঠিক করতে হবে, এমন কোনও কথা নেই। যদি বোঝেন সঙ্গী আপসেট, তাহলে তাহলে তাকে নিজের মতো করে কিছুটা সময় কাটাতে দিন। আপনিও একটু সময় নিন। দুজনেই খানিকটা শান্ত হলে পরিস্থিতি বুঝে কথা বলুন। তড়িঘড়ি ঝামেলা মেটাতে গেলেই বাড়ে অশান্তি।
৩. যদি ‘সরি’ বলে ঝামেলা মেটাতে চান মনে রাখবেন সেখানে কোনও কিন্তুর জায়গা নেই। এই এক ‘কিন্তু’ মুহূর্তে আপনার ক্ষমা প্রার্থনাকে অর্থহীন করে দিতে পারে। অর্থাৎ ‘আমি দুঃখিত, কিন্তু…’, একথা বলবেন না।
৪. প্রিয়জনের সঙ্গে অশান্তিতে সবসময় ভুল আর ঠিককে গুরুত্ব দিলে হয় না। আপনার কথায় উলটোদিকের মানুষটাকে কতটা আঘাত করল সেটাও গুরুত্বপূর্ণ। তাই ঝামেলা মেটাতে গিয়ে আত্মপক্ষ সমর্থন করবেন না। সঙ্গীর অনুভূতি বুঝে পরিস্থিতি সামাল দিন।
৫. আপনি দুঃখপ্রকাশ করলেই যে সঙ্গীর অভিমান নিমেষে দূর হয়ে যাবে তেমনটা নাও হতে পারে। তিনি হয়তো চাইবেন নিজের অনুভূতি আপনার সঙ্গে শেয়ার করতে। তাই তাকে সেই সময়-সুযোগটা দিন। সেখানেও যে সঙ্গীর বক্তব্য আপনার ধারণার সঙ্গে এক হবে, তা নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে তার সমস্যাটা বোঝার চেষ্টা করতে হবে।
৬. দীর্ঘক্ষণের ক্ষত অনেকক্ষেত্রেই একটা ‘সরি’তে মেটে না। তাই সঙ্গে সব ভুলে সঙ্গী কাটে টেনে নেবে, এটা আশা করবেন না। অনেকক্ষেত্রেই একটা ছোট্ট দুঃখপ্রকাশ থেকেই দীর্ঘ কথাবার্তার সূচনা হয়। যা মিটিয়ে দেয় যাবতীয় ভুল বোঝাবুঝি।
৭. মনে রাখবেন ক্ষমা চাওয়াটা কোনও টাস্ক নয়। তাই প্রশংসা পাওয়ার আশায় কখনও ক্ষমা চাইবেন না। তাহলে হিতে বিপরীত হতে পারে। মনে রাখবেন, প্রিয়জনের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার মূল উদ্দেশ্য যেন হয়, সম্পর্ক, বিশ্বাস বাঁচিয়ে সুন্দর করে এগিয়ে যাওয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.