সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট পরিবার। বাবা-মা দিনরাত ব্যস্ত অফিসে। পরিচারিকার ভরসায় সন্তান। সে না পায় বন্ধু আর না পায় মা-বাবার সান্নিধ্য। তার ফলে অনেক সময় আজকালকার খুদেরা একাকীত্বে ভোগে। হাজার ব্যস্ততার মাঝে বাবা-মায়েরও তা নজর এড়িয়ে যায়। শুধুমাত্র শারীরিক সুস্থতার দিকেই খেয়াল রাখেন তাঁরা। সঠিক অভিভাবকত্বে শিশুর মন ভালো আছে কিনা, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন। শিশুকে পরখ করতে রোজ রাতে করুন এই ৫ প্রশ্ন।
প্রথম প্রশ্ন: সারাদিনে তুমি কী করলে?
শিশু সারাদিন স্কুলে কী করল, বন্ধুদের সঙ্গে কী করল, কী খেলা করল – সেসব জানার চেষ্টা করুন।
কেন এই প্রশ্ন করবেন?
তার ফলে জানতে পারবেন শিশু সারাদিনে কী করল আর কী করল না। আপনার সঙ্গে সন্তানের বন্ধন আরও দৃঢ় হবে।
দ্বিতীয় প্রশ্ন: তোমার আজ কোনও কারণে দুঃখ হয়েছে?
শিশুরা কখনও কখনও তাদের মনের কথা মুখে প্রকাশ করতে চায় না। তাই তাদের জিজ্ঞাসা করা প্রয়োজন। শিশুর থেকে জানতে চান কোনও কারণে সে দুঃখ পেয়েছে কিনা কিংবা কারও উপর রেগে গিয়েছে কিনা।
কেন এই প্রশ্ন করবেন?
শিশুর সঙ্গে রাগ, দুঃখ-সহ নানা আবেগ নিয়ে কথা বললে আপনাদের দু’জনের সম্পর্ক আরও শক্তপোক্ত হবে। সে বুঝতে পারবে সমস্যায় পড়লে আপনি তার পাশে অবশ্যই থাকবেন।
তৃতীয় প্রশ্ন: আজকে ঘটে যাওয়া কোনও ঘটনার পরিবর্তন চাও?
শিশুকে জিজ্ঞাসা করুন আজ তোমার সঙ্গে ঘটা কিছু বদল করতে চাও কিনা। তাতে আপনি বুঝতে পারবেন ওর কিছু খারাপ লেগেছে কিনা।
কেন এই প্রশ্ন করবেন?
এই প্রশ্নের ফলে শিশুর মধ্যে মন্দ-ভালোর বিভাজন ক্ষমতা জন্মাবে।
চতুর্থ প্রশ্ন: আগামিকাল কী করবে?
শিশুর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে সে মনে মনে এরটি রুটিন তৈরি করবে। তাতে তার মধ্যে দিনলিপি তৈরির প্রবণতা তৈরি হবে।
কেন এই প্রশ্ন করবেন?
তার ফলে সে প্রাথমিকভাবে ছকে নিতে পারবে কী কী আগামিকাল করতে হবে। নির্দিষ্ট সময়সূচিও স্থির করতে পারবে।
পঞ্চম প্রশ্ন: তুমি কি মনে করছো, আমরা ব্যস্ত বলে অবহেলিত?
এই প্রশ্নের জবাবে শিশু তার মনের কথা খুলে বলতে শিখবে। উত্তর যদি হ্যাঁ হয় তবে তাকে কিছুটা সময় দিন। বোঝান আপনার বা খুদের বাবার চাকরি ঠিক কতটা প্রয়োজন। আর যদি উত্তর না দেয়, তবে ভাবনার প্রয়োজনীয়তা নেই।
কেন এই প্রশ্ন করবেন?
শিশুর মনে আপনি কিংবা তার বাবা সম্পর্কে ঠিক কী ধারণা রয়েছে, সে সম্পর্কে সম্যক ধারণা তৈরি হবে আপনার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.