সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধু মানেই খোলা আকাশ। যেখানে রাগ-দুঃখ-আনন্দ সবটা ভাগ করে নেওয়া যায় নির্দ্বিধায়। ভাবতে হয় না যে, বন্ধু কী ভাববে। ভুল করলে যেমন সে ঠিক পথটা দেখিয়ে দেয়, একইভাবে আপনার জয় তাঁর কাছে নিজের জেতার মতোই আনন্দের। কিন্তু আপনি যাকে বন্ধু ভাবছেন সেও যদি তেমনটা ভাবে, তবেই। কিন্তু যদি দেখেন বন্ধুর আচরণে ক্রমশ তিক্ত হচ্ছে সম্পর্ক, তাহলে? কয়েকটি আচরণেই বুঝে নিন যার কাছে সবটা উজার করে দিচ্ছেন, তিনি আদৌ সত্যিকারের বন্ধু তো!
১. বন্ধুত্বের কোনও শর্ত হয় না। যে কোনও পরিস্থিতিতে, মূলত খারাপ সময়ে পাশে পাওয়া যায় তাঁকে। কিন্তু বন্ধত্বে যদি শর্তের ঘেরাটোপ চলে আসে, তাহলে বুঝতে নিন উলটো দিকের মানুষটা ঠিক নন।
২. যে কোনও সম্পর্কেই না বলাটা জরুরি। একইভাবে এই না-কে সম্মান জানানোটাও প্রয়োজন। বন্ধুতেও ‘না’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আপনার বাউন্ডারি বুঝতে চান না, বা সীমার বাইরে বেরিয়ে আপনাকে কিছু করার জন্য চাপ দেন, বুঝতে হবে তিনি আপনার জন্য মোটেই ঠিক নন।
৩. সত্যিকারের বন্ধুর কাছে আপনার জয়, তাঁরও জয়। আপনার দুঃখ তাঁরও দুঃখ। আপনি কিছু অর্জন করলে মুখে শুভেচ্ছা জানালেও হাবভাব কি বুঝিয়ে দেয় যে বন্ধু মোটেও খুশি নন? হতাশা গ্রাস করে তাঁকে? তাহলে বুঝেন নিন সময় এসেছে দূরত্ব বাড়ানোর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.