Advertisement
Advertisement
Relationship Tips

অন্তঃসত্ত্বা হয়ে পড়ার চিন্তায় মিলনের মজা মাটি? কন্ডোম ছাড়াই এই পজিশনে বিছানায় উঠুক ঝড়

বর্ষার দিনে কাছাকাছি না এসে পারা যায়?

Relationship Tips: Best intimate positions for not getting pregnant
Published by: Sayani Sen
  • Posted:June 16, 2025 6:30 pm
  • Updated:June 16, 2025 6:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিভেজা পরিবেশ। আবহাওয়াবিদরা বলছেন, কিছুটা কমবে তাপমাত্রা। এমন সময়ে বন্ধ ঘরে একই বিছানায় কাছাকাছি না এসে পারা যায়? কিন্তু চিন্তা একটাই, যদি অসাবধানতায় ঘটে যায় গর্ভধারণের মতো কোনও ভুল। আর তাতেই মাটি মিলনের মজা। অনেকেই আবার কন্ডোম ব্যবহারেও ঠিক স্বচ্ছন্দ্য নন। তা বলে তো আর দূরে দূরে থাকা যায় না। জানেন কি কন্ডোম না থাকলে শুধুমাত্র সেক্স পজিশনেও হতে পারে কেল্লাফতে।

* রাতের অন্ধকারে একই বিছানায় দু’জনের সম্মতিতে ছোঁয়াছুঁয়ি খেলায় মাততে পারেন। দু’জনেই হাত, জিভের খেলায় মাতিয়ে রাখতে পারেন একে অপরকে। মহিলারা গোপনাঙ্গ আর্দ্র রাখতে সিলিকন লুব্রিক্যান্ট ব্যবহার করতে পারেন।
*  গর্ভধারণের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে ‘৬৯ পজিশনে’ও। কারণ, এই ধরনের যৌনতাতেও স্পর্শই আসল। তাই শরীরী মিলনের ফলে সঙ্গিনীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার সম্ভাবনা নেই।
Model arrested after client dies during physical relationship* কন্ডোমের ঝক্কি এড়াতে চাইলে ‘কাউগার্ল’ পজিশনে যৌনতায় মাততে পারেন। এই ভঙ্গিমায় যৌনতার ফলে সরাসরি যোনিদ্বারে বীর্য পৌঁছনো কিছুটা কঠিন। সে কারণে কেউ কেউ মনে করেন, এই পজিশনে যৌনতার ফলে অবাঞ্ছিত গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই কম।
* বলিউড ছবির ভঙ্গিমায় শরীরী খেলায় মেতে ওঠার স্বপ্ন দেখেন বহু যুগল। তাঁদের মধ্য়ে অনেকে আবার মনে করেন, দু’জনেই দাঁড়িয়ে যদি যৌনতায় মাতেন তাহলে গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই কম। কারণ, এই ভঙ্গিমায় যৌনতায় মাতলে সঙ্গিনীর বেশ খানিকটা ওজন বহন করতে হয় সঙ্গীকে। তার ফলে বীর্য সরাসরি যোনিদ্বারে পৌঁছনো কিছুটা কঠিন।
Relationship Tips: Study reveals negative effect of adultery moviesমনে রাখবেন, সেক্স পজিশনের মাধ্যমে গর্ভধারণ ঠেকানোর দাবির কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই অযথা ঝুঁকি না নেওয়াই ভালো। সুরক্ষিত যৌনজীবনের জন্য অবশ্যই কন্ডোম কিংবা গর্ভনিরোধক ব্যবহার করাই শ্রেয়। যৌনতার পর ঋতুস্রাব-সহ অন্য যেকোনও সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Baby killed in Sodepur after seeing mother close with another man

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement