Advertisement
Advertisement
Relationship Tips

শরীরী খেলায় আগ্রহ হারাচ্ছে তরুণ প্রজন্ম! প্রবণতার নেপথ্য কারণে উদ্বেগে বিশেষজ্ঞরা

বিছানায় ঝড় তুলতে নাকি ভুলে যাচ্ছে জেন জেড।

Relationship Tips: Gen Z not interested to making love with partner, says experts
Published by: Sayani Sen
  • Posted:August 17, 2025 5:28 pm
  • Updated:August 17, 2025 5:30 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনের মানুষ দু’জন একসঙ্গে থাকলে শরীরী খেলায় মেতে উঠতেই পারেন। যৌনতা স্বাভাবিক প্রবৃত্তি। বরং শরীরী খেলায় মেতে না ওঠাই অস্বাভাবিক। কারণ, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যৌনতা অত্যন্ত প্রয়োজনীয়। বর্তমান সমীক্ষা অবশ্য অন্য তথ্য দিচ্ছে। জেন জেড সম্পর্কে বিশ্বাসী। কিন্তু যৌনতায় নন। তাঁরা নাকি ভুলে যাচ্ছে বিছানায় ঝড় তুলতে। ক্রমশ শরীরী খেলায় আগ্রহ হারাচ্ছে। আর যা বিশেষজ্ঞদের কাছে রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

যাঁরা শুধুমাত্র মনের মানুষের সঙ্গে মানসিক সম্পর্কে বিশ্বাসী। শারীরিক সম্পর্কের তেমন চাহিদা নেই। যৌন কামনা তুলনামূলক অনেকটাই কম। তাঁদের ‘গ্রেসেক্সুয়াল’ (Greysexual) বলে। তাঁরা মূলত পছন্দের মানুষের হাতে হাত রেখে জীবন কাটিয়ে দিতে চান। কালেভদ্রে সঙ্গীর সঙ্গে বিছানায় ঝড় তোলেন। সেই প্রক্রিয়া আবার দীর্ঘস্থায়ী নয়। খুব কম সময় যৌনতায় মাতেন তাঁরা। মানসিক এবং আবেগের সম্পর্ক তৈরি না হলে কারও সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে পারেন না। ‘গ্রেসেক্সুয়াল’দের একটি ফোরামও রয়েছে। তাঁদের সদস্য সংখ্যা কমপক্ষে ৮ হাজার ৩০০ জন।

কেন জেন জেডের যৌনতার আগ্রহ কমছে? বিশেষজ্ঞদের মতে, নেপথ্যে রয়েছে হাজারও কারণ। একনজরে দেখে নেওয়া যাক সেগুলি ঠিক কী:

ব্যস্ততা ও মানসিক অবসাদ: দিন যত যাচ্ছে, ততই ব্যস্ত হয়ে পড়ছেন সকলে। আর জেন জেডের কথা তো বলাই বাহুল্য। তাঁরা ছোট থেকেই প্রতিযোগিতা সামাল দিতে ব্যস্ত। আর তার প্রভাবে তৈরি হচ্ছে মানসিক অবসাদ। যা পরবর্তীকালে যৌনজীবনে প্রভাব ফেলছে।

আত্মবিশ্বাস: সমীক্ষা বলছে, চেহারা নিয়ে জেন জেড অনেক বেশি খুঁতখুঁতে। প্রচলিত ধারণা অনুযায়ী চেহারা না হলেই মনখারাপ। আর তা থেকে তৈরি হচ্ছে মানসিক অবসাদ। যার ফলে কমছে আত্মবিশ্বাস। একসময় সঙ্গীর কাছাকাছি আসার অনীহাও তৈরি হচ্ছে।

অতিরিক্ত সোশাল মিডিয়া ব্যবহার: জেন জেড ভীষণভাবে সোশাল মিডিয়ায় বুঁদ। ডিজিটাল কানেকশন বৃদ্ধির ফলে তাঁরা কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে যেন ভুলে যাচ্ছে। তার ফলে তৈরি হচ্ছে সম্পর্কের টানাপোড়েন। ‘গ্রেসেক্সুয়াল’রা সাধারণত মানসিক এবং আবেগের সম্পর্ক জোরদার না হওয়া পর্যন্ত শারীরিক সম্পর্কে মেতে উঠতে পারেন না। তাই শরীরী খেলার উৎসাহ পান না। এছাড়া অতিরিক্ত পর্ন দেকার ফলেও কমছে যৌন চাহিদা।

বিশেষজ্ঞদের মতে, জেন জেডের যৌনতায় আগ্রহ হারানোর প্রবণতা যথেষ্ট উদ্বেগের বিষয়। তরুণ প্রজন্ম যৌনতায় আগ্রহ হারালে একসময় কমবে জন্মহার। সুদূর ভবিষ্যতে অস্তিত্ব সংকটও দেখা দিতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ