সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের ব্যস্ততায় বর কাছে ঘেঁষছে না। কিংবা সারাদিন সংসারের কাজ সেরে বিছানায় পড়লেই গভীর ঘুম। ফলাফল, নো সেক্স লাইফ। কিন্তু ভালোবাসার মানুষটির শরীরের সঙ্গে যদি শরীরের স্পর্শই থাকে অধরা, তাহলে সারাদিন খিটখিট, নিত্য অশান্তি হবেই। চিন্তা নেই। এর একটাই সমাধান আতর! হ্যাঁ, যৌন বিশেষজ্ঞরা বলছেন, আতরই হয়ে উঠতে পারে যৌনতায় জোয়ার আনার আসল ওষুধ।
১) প্রথমেই জেনে নিন সঙ্গীর ঠিক কী ধরনের সুগন্ধী পছন্দ। ঠিক সেরকমই আতর বা পারফিউম কিনে ফেলুন। তার পর ঘরে ফিরে ফ্রেশ হয়ে কানের ঠিক নিচে হালকা করে লাগিয়ে দিন। দেখবেন চুম্বকের মতো আপনার সঙ্গী চলে আসবে কাছাকাছি!
২) সঙ্গমের সময় সঙ্গীর গায়েও অল্প করে আতর ছড়িয়ে দিন। এই ব্যাপারে কাঁধ, কোমরকে গুরুত্ব দিন।
৩) সঙ্গীর শরীরের কোন অংশে চুমু খেলে, সঙ্গী সবচেয়ে আনন্দ পায়? আতর লাগানোর জন্য ঠিক সেই অংশগুলোকেই বেছে নিন।
৪) যৌনতার আগুনের তাপ বাড়াতে সঙ্গীর নাভির চারপাশে আতর লাগিয়ে দিন। আদর শুরু করুন সেই নাভি থেকেই।
৫) ফোরপ্লের ক্ষেত্রে আতর ম্যাজিকের মতো কাজ করে। দুজনের শরীর যখন একই গন্ধে মেতে উঠবে তখন যৌনতায় জোয়ার আসবেই আসবে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.