প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাঁস হয়ে গিয়েছে ১৬০০ কোটিরও বেশি পাসওয়ার্ড! ভারতের সাইবার সুরক্ষা কর্তৃপক্ষ CERT-In এমনই তথ্য জানিয়ে সতর্ক করল ফেসবুক, গুগল, অ্যাপল, টেলিগ্রাম ও বহু ভিপিএন পরিষেবা সংস্থাকে।
গত ২৩ জুন জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সংস্থা এই দাবি করেছে। জানানো হয়েছে, ইউজার নেম, পাসওয়ার্ডের পাশাপাশি অন্যান্য তথ্যও ফাঁস হয়েছে। আর সেই কারণেই ‘সিঁদুরে মেঘ’ দেখছে কর্তৃপক্ষ। কেননা এর ফলে চার ধরনের ‘বিপদ’ ঘনিয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে অন্যতম হল, ওই পাসওয়ার্ড ব্যবহার করে আরও অন্য পরিষেবার লগইন অ্যাক্সেসও হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। পাশাপাশি এই তথ্য আরও নানা বিশ্বাসযোগ্য স্ক্যাম তৈরিতে সাহায্য করবে। এছাড়া হ্যাকাররা এর সাহায্যে ইউজারদের ব্যক্তিগত, ব্যাঙ্কিং ও বাণিজ্যিক অ্যাকাউন্টের দখল নিয়ে নিতে পারে। নানা সংস্থাকে বোকা বানাতে ইমেল-জালিয়াতিও করা হতে পারে।
সেক্ষেত্রে সতর্ক থাকার উপায় কী?
১) ইউজারদের অবিলম্বে নিজেদের পাসওয়ার্ড বদলে ফেলতে হবে। যার মধ্যে রয়েছে ইমেল, ব্যাঙ্কিং ও সোশাল মিডিয়া অ্যাকাউন্টও।
২) অ্যাপ বা এসএমএস কোড ব্যবহার করে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিফিকেশন সক্রিয় করতে হবে।
৩) পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করে শক্তিশালী ও অভিনব পাসওয়ার্ড তৈরি করা।
৪) ‘ছদ্মবেশী’ ইমেল থেকে সাবধান! সাইবার নিরাপত্তা সংক্রান্ত কোনও মেল এবং পাসওয়ার্ড রিসেটের কোনও হুঁশিয়ারির মুখে পড়লে সতর্ক থাকতে হবে। একেবারেই এই ধরনের ইমেলের জবাব দেওয়া চলবে না।
মনে রাখা দরকার, ১৬০০ কোটিরও বেশি পাসওয়ার্ড ফাঁস হয়ে যাওয়ায় সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীদের তাঁদের ডেটা সুরক্ষা সম্পর্কে চিন্তা করার জন্য এক বড় সতর্কবার্তা। এমনকা যদি আপনি এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য না করেও থাকেন, তবুও আজই পাসওয়ার্ড আপডেট করা এবং আপনার ডিজিটাল অ্যাকাউন্টগুলি সুরক্ষিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.