Advertisement
Advertisement
social media account

সোশাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয়নি তো? জানিয়ে দেবে এই ৪ বিশ্বস্ত টুল

শক্তপক্ত পাসওয়ার্ড ব্যবহার না করলেও কিন্তু নিরাপত্তায় গলদ থেকেই যায়।

4 tools to check if your password of social media account hacked or not
Published by: Sulaya Singha
  • Posted:July 14, 2025 8:44 pm
  • Updated:July 14, 2025 8:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, এক্স, লিংকডইন। একগুচ্ছ সোশাল মিডিয়া অ্যাকাউন্ট সামলাতে অনেকে একই পাসওয়ার্ড সব প্ল্যাটফর্মে ব্যবহার করে থাকেন। কিন্তু ভেবে দেখেছেন, একবার পাসওয়ার্ড হ্যাক হলে কিন্তু সমস্ত সোশাল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাবে হ্যাকাররা! তাছাড়া শক্তপক্ত পাসওয়ার্ড ব্যবহার না করলেও কিন্তু নিরাপত্তায় গলদ থেকেই যায়। কীভাবে বুঝবেন আপনার পাসওয়ার্ডটি হ্যাকাররা কুক্ষিগত করে ফেলেছে কি না? রইল চারটি বিশ্বস্ত টুলের সন্ধান, যার মাধ্যমে সহজেই জেনে নিতে পারবেন, আপনার ব্যবহারের পাসওয়ার্ড এখনও পর্যন্ত সুরক্ষিত কিনা।

Advertisement

হ্যাভ আই বিন পনড:
জনপ্রিয় এই প্ল্যাটফর্মে গিয়ে নিজের ইমেল আইডি দিলেই জেনে নেওয়া যায় আপনার অ্যাকাউন্টের কোনও তথ্য হাতানো হয়েছে কিনা। পাশাপাশি নিজের বর্তমান পাসওয়ার্ড ব্যবহার না করেও দেখে নিতে পারবেন, কোন কোন পাসওয়ার্ড ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে।

গুগল ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজার:
গুগল অ্যাকাউন্টে যেসব তথ্য সেভ রেখেছেন, তা সুরক্ষিত কিনা এবং আপনার বর্তমান পাসওয়ার্ডটিও বিপন্মুক্ত কিনা, জানিয়ে দেব এই প্ল্যাটফর্ম। আপনার যাবতীয় তথ্য পরীক্ষানিরীক্ষা করে কোনও সন্দেহজনক গতিবিধি দেখলে এই পাসওয়ার্ড ম্যানেজার নিজে থেকেই সতর্কবার্তা পাঠায়। এখানেই শেষ নয়, কোন পাসওয়ার্ড দুর্বল, কোনটি পুণর্ব্যবহার করা হচ্ছে, সেসবও জানান দেয় গুগল পাসওয়ার্ড ম্যানেজার। পাশাপাশি কী ধরনের পাসওয়ার্ড দিলে নিরাপদ থাকবে সোশাল অ্যাকাউন্ট, সেই পরামর্শও দেয়।

মাইক্রোসফট এজ পাসওয়ার্ড মনিটর:
এটি উইনডোস ব্যবহারকারীদের জন্য আদর্শ প্ল্যাটফর্ম। সোশাল মিডিয়া অ্যাকাউন্টে সেভ করে রাখা কোনও পাসওয়ার্ড যদি হ্যাকারদের খপ্পরে পড়ে থাকে, তবে তা জানিয়ে দেবে এই প্ল্যাটফর্ম।

গুগলের ডার্ক ওয়েব মনিটরিং টুল:
আপনার ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে চলে যাচ্ছে না তো? এবার সেই তথ্য পেয়ে যাবেন অনায়াসে। গুগলের ডার্ক ওয়েব মনিটরিং ফিচারের কাজ হল, ডার্ক ওয়েব স্ক্যান করা। আর তাতেই জানা যায় আপনার ইমেল, ফোন নম্বর এবং পাসওয়ার্ডগুলি সুরক্ষিত কিনা। যদি আপনার কোনও তথ্য ফাঁস হয়ে গিয়ে থাকে, তবে তা নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement