Advertisement
Advertisement
ChatGPT

হাত বাড়ালেই বন্ধু! জানেন, এই ৫ কাজেও আপনাকে সাহায্য করতে পারে ChatGPT?

এমন বন্ধু আর কে আছে?

5 things nobody told you ChatGPT could do
Published by: Biswadip Dey
  • Posted:June 20, 2025 12:46 am
  • Updated:June 20, 2025 12:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র কয়েক বছর আগেও ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ শব্দটা ছিল কল্পবিজ্ঞানেরই অংশ। কিন্তু কে জানত ভারতীয় বাজারে অল্প সময়েই দাপিয়ে বেড়াবে এআই বট! গত ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। খুব দ্রুতই সে মন জয় করেছে সকলের। এবার সে দ্রুত ভারতে জনপ্রিয় হতে শুরু করেছে। কিন্তু জানেন কি, আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি সাহায্যকারী হয়ে উঠতে পারে চ্যাটজিপিটি! ইমেল লেখা, সোশাল মিডিয়া পোস্টের ড্রাফট হোক বা স্কুলের প্রোজেক্টের কাজ। চ্যাটজিপিটি নানা ভাবেই সাহায্য করতে প্রস্তুত। কিন্তু সে যে এই কাজগুলিও পারে তা আগে জানা না থাকলে পড়তে পড়তে উঠবেন।

গোটা সপ্তাহের প্ল্যান করে ফেলুন

সারা সপ্তাহের প্ল্যানগুলো অনেকেই করে রাখেন কাজের চাপ হালকা করতে। কিন্তু সেজন্য পাঁচটা অ্যাপ ঘাঁটতে হয়। এখন সেসব ঝঞ্ঝাট অতীত। চ্যাটজিপিটি একাই অনেক! আপনার খাদ্যাভ্যাস, আপনার ফ্রিজে কী আছে না আছে এবং আপনার সময়সীমা জানিয়ে দেন। অবাক হয়ে দেখবেন আপনার প্রাতঃরাশ, দ্বিপ্রাহরিক ও রাতের খাওয়ার তালিকা বানিয়ে ফেলেছে আপনার প্রিয় চ্যাটবট। এ তো গেল খাওয়া দাওয়া। জামাকাপড় কবে কী পরবেন? স্রেফ কাচা জামাকাপড়ের তালিকা দিয়েদিন। সঙ্গে আবহাওয়ার পূর্বাভাস এবং আপনার শিডিউল। ব্যাস, সারা সপ্তাহের পোশাকের ‘রস্টার’ রেডি!

সন্তানকে গল্প বলে ক্লান্ত? চ্যাটজিপিটি আছে যে!

আপনার সন্তান গল্প শুনতে ভালোবাসে? বলতে বলতে আপনার স্টক ফুরিয়ে আসার জোগাড়! ঝটপট কয়েকটা ডিটেইল কেবল চ্যাটজিপিটির সামনে হাজির করুন। যেমন, সন্তানের নাম, প্রিয় পশু, কোন খেলনা বুকে জড়িয়ে সে ঘুমোয় ইত্যাদি। দেখবেন সেসব জুড়ে জুড়ে কেমন গপ্পো বানিয়ে ফেলেছে চ্যাটজিপিটি। কেবল তাই নয়। আপনি যদি চান রূপকথা বানাতে, সেটা জানিয়ে দিন। আবার তা না করে একটু অন্য স্বাদে গল্পটা বুনতে চাইছেন, সেটাও জানান। যেমন চাইবেন, তেমন গল্প দ্রুত হা-জি-র করে দেবে আপনার ‘প্রদীপের দৈত্য’ তথা চ্যাটজিপিটি।

বেড়াতে যাওয়ার নীল নকশা

ভাবছেন এ আর এমন কী? ট্র্যাভেল ওয়েবসাইটে গেলে তো যেখানে যাচ্ছেন সেখানকার দর্শনীয় স্থানের তালিকা পেয়েই যাবেন। কিন্তু চ্যাটজিপিটি এখানেও এক কদম এগিয়ে রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী, কোনগুলো গেলে সবচেয়ে আনন্দ পাবেন সব ক্রম ধরে জানিয়ে দেবে। আসলে বেড়াতে গেলে কেউ চান সেখানকার সেরা খাবারগুলি খেতে। কারও আগ্রহ ঐতিহাসিক স্থানগুলি ঘুরবেন। কেউ কেউ স্রেফ প্রকৃতির কোলে ছুটির আমেজ উপভোগ করতে চান। সেক্ষেত্রে আপনার পছন্দমতো সেরা স্পট বলে দেবে চ্যাটজিপিটি। জানিয়ে দেবে পৌঁছনোর ‘স্মার্ট’ রুট! এবং চাইলে সেখানকার স্থানীয় ভাষার প্রয়োজনীয় শব্দগুচ্ছের তালিকা পর্যন্ত ধরিয়ে দেবে মুহূর্তে!

কঠিনকে জলবৎ তরলম!

বিমার পলিসি বুঝতে হিমশিম খাচ্ছেন? ক্রেডিট স্কোর কীভাবে হ্যান্ডল করবেন বুঝতে গিয়ে চুল খাড়া হয়ে যাচ্ছে? চ্যাটজিপিটি ‘হ্যায় না’। সব কিছু ‘জলবৎ তরলম’ করে দেবে সে। কেবল আপনাকে সযত্নে তাকে প্রম্পট করে দিতে হবে কী চাইছেন। একেবারে দৈনন্দিনের প্রয়োজনীয় ভাষায় সত্যিই বিষয়টা আপনার কাছে পরিষ্কার করে দেবে এই চ্যাটবট।

এমন বন্ধু আর কে আছে?

বান্ধবী কবিতা পড়তে ভালোবাসে। ভাবছেন তাকে ইমপ্রেস করতে কবিতা লিখবেন। কিন্তু কলম থমকে আছে শূন্য সাদা কাগজের উপরে! কিংবা নতুন ব্যবসা করবেন ভাবছেন, নাম কী দেবেন বুঝতে পারছেন না। স্রেফ ঠিকমতো বুঝিয়ে বলুন কী চাইছেন। চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করবে। কফির কাপে চুমুক না দিয়েই সে আইডিয়ার ঝড় তুলতে জানে!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement