Advertisement
Advertisement
Delhi

লাগাতার ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে সাড়ে ৩ কোটি খোয়ালেন বৃদ্ধ, গ্রেপ্তার ২

ফোনে বৃদ্ধকে গ্রেপ্তারির হুমকিও দেওয়া হত বলে অভিযোগ।

A 90 year old duped of Rs 3.4 crore in fake courtroom sting, two arrested in Delhi

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:May 16, 2025 3:12 pm
  • Updated:May 16, 2025 3:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সাইবার প্রতারণার শিকার প্রবীণ নাগরিক। ৯০ বছর বয়সি এক বৃদ্ধের কাছ থেকে ৩.৪২ কোটি টাকা হাতানোর অভিযোগে দুই সাইবার প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২.২০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

ওই বৃদ্ধ জানিয়েছেন, গত ১২ মার্চ থেকে ডিজিটাল অ্যারেস্টের ঘটনা শুরু হয়। তাঁর কাছে বারবার আলাদা আলাদা নম্বর থেকে ফোন আসতে শুরু করে। টেলিকম রেগুলেটরি অফরিটি অফ ইন্ডিয়া (TRAI) ও মহারাষ্ট্র পুলিশের পরিচয় দিয়ে ওই ফোনগুলি করা হত।

বৃদ্ধ আরও জানিয়েছেন, ফোনগুলিতে বলা হত আপনার নামে একাধিক এফআইআর রয়েছে। তাছাড়া গ্রেপ্তারির হুমকিও দেওয়া হত। ভিডিও কলে কোর্টের অর্ডার দেখানো হত। এমনকী ভিডিও কলেই ভুয়ো কোর্টে হাজিরা দিতে বলা হত বৃদ্ধকে। এভাবেই ভয় দেখিয়ে বৃদ্ধের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।

জানা গিয়েছে, মোট তিনটি অ্যাকাউন্টে প্রতারকদের ৩.৪২ কোটি টাকা দেন ওই বৃদ্ধ। এরপরই তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন। তৎক্ষণাৎ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বৃদ্ধের অভিযোগের ভিত্তিতে একটি তদন্তকারী দল গঠন করেন ডেপুটি পুলিশ কমিশনার হেমন্ত তিওয়ারি। এরপরই ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সাইবার প্রতারণার আন্তর্জাতিক সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। বৃদ্ধের কাছ থেকে হাতানো টাকা বিদেশে পাঠানোর ছক ছিল তাদের। ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টার পাশাপাশি এই ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ