Advertisement
Advertisement
Aadhar Card

কাগজের আধার কার্ড অতীত! দুর্নীতি রুখতে ডিজিটাল মাধ্যমে নয়া উদ্যোগ UIDAI-এর

কবে থেকে চালু হবে ডিজিটাল আধার কার্ড?

Aadhar Card will go paperless, updates will be done digitally

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 16, 2025 5:03 pm
  • Updated:June 16, 2025 5:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ড নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল UIDAI। জানা গিয়েছে, কিউআর কোডের উপর ভিত্তি করে গড়ে তোলা হবে ডিজিটাল আধার সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে আধার কার্ড শেয়ার করা যাবে। আঙুলের ছাপ এবং চোখের মণি বাদ দিয়ে আধার কার্ডের বাকি যাবতীয় পরিবর্তনও ডিজিটাল মাধ্যমেই করা যাবে।

দুর্নীতি এবং জালিয়াতি রুখতেই মূলত এই পদক্ষেপ করছে UIDAI। সংস্থার সিইও ভুবনেশ কুমার জানান, চলতি বছরের নভেম্বর মাস থেকেই পুরোপুরিভাবে চালু হয়ে যাবে ই-আধার প্রকল্প। নতুন এই সিস্টেম চালু হয়ে গেলে বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার আর প্রয়োজন পড়বে না। তার বদলে আধার কার্ডের ডিজিটাল ভার্শন জমা করতে পারবেন আমজনতা। চাইলে আধার কার্ডের মাস্কড ভার্শনও জমা দিতে পারেন তাঁরা, সেই সুবিধাও রাখা হয়েছে। অর্থাৎ অন্য কারোওর আধার কার্ড ব্যবহার করে বেআইনি কার্যকলাপের প্রবণতা কমবে অনেকখানি।

আধার কার্ড সংশোধন করার ক্ষেত্রেও অনেকখানি সুবিধা এনে দেবে এই নতুন সিস্টেম। ভুবনেশ জানান, ইতিমধ্যেই ২ হাজার মেশিনে এই নতুন সিস্টেম রয়েছে। ফলে এনরোলমেন্ট সেন্টারে না গিয়েও ঠিকানা, ফোন নম্বর, নাম, জন্মতারিখ ইত্যাদি আপডেট করা যাবে ডিজিটাল মাধ্যমে। প্রয়োজনীয় নথিপত্র ডিজিটাল মাধ্যমে জমা দিলেই আধার কার্ডের এই তথ্যগুলি সংশোধন হয়ে যাবে। আগামী দিনে ঠিকানা যাচাই করার ক্ষেত্রে ইলেকট্রিক বিলও গ্রহণযোগ্য নথি বলে বিবেচিত হবে। আরও অনেক বেশি ক্ষেত্রে যেন আধার কার্ড বাধ্যতামূলক করা যায়, সেই নিয়ে UIDAI আলোচনা করছে বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement