সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার কাজের মাঝে বাজারে গিয়ে কেনাকাটার সময় কোথায়! তাই প্রায় সকলেই এখন জামা-কাপড়, গেজেটস থেকে শুরু করে মুদিখানার সামগ্রী-সবটাই কেনেন অনলাইনে। সেই কথা মাথায় রেখেই ব্যবহারকারীদের জন্য দারুন এক ফিচার নিয়ে হাজির হল ই-কমার্স অ্যাপ আমাজন। কী এই ফিচার? নাম, ‘অ্যাড টু ডেলিভারি।’
ব্যাপারটা ঠিক কী? ধরুন কয়েকটি জিনিস কিনবেন বলে অ্যাপ খুললেন। পছন্দ মতো জিনিস অর্ডারও করলেন। কিন্তু পরে মনে পড়ল, যাহ! আসল জিনিসটাই তো কেনেননি। কী উপায়? তখন নতুন করে কেনাকাটা করা ছাড়া কোনও রাস্তা থাকে না। অর্থাৎ ফের এক ঝক্কি। এই সমস্যারই সমাধান ‘অ্যাড টু ডেলিভারি’ ফিচার। জানা যাচ্ছে, এবার আপনার আগের অর্ডার করা জিনিস শিপিংয়ের আগে পর্যন্ত তার সঙ্গে নতুন করে একটা ক্লিকেই জুড়ে দেওয়া যাবে প্রয়োজনীয় অন্য সামগ্রী। জানা যাচ্ছে, একই দিনে ডেলিভারি হোক বা পরে, সবক্ষেত্রেই মিলবে এই সুবিধা।
সংস্থা সূত্রে খবর, এই ফিচারের সুবিধা আপাতত পাবেন না এদেশের বাসিন্দারা। সব পণ্যের জন্যও মিলবে না এই সুবিধা। নিশ্চিয়ই ভাবছেন, যদি ভুল করে ওই অপশনে ক্লিক করে ফেলেন? সেক্ষেত্রে মিলবে ‘Undo’ অপশন। প্রসঙ্গত, এই প্রথম নয়, যেহেতু বর্তমানে অধিকাংশ মানুষ অনলাইনেই কেনাকাটা করেন, তাই সংস্থার তরফে সর্বদা চেষ্টা করা হয়, যাতে ক্রেতাদের জন্য নতুন ও সুবিধাজনক ফিচার আনা যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.