সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। আইফোন-১৭ সিরিজের একাধিক মডেল প্রকাশ্যে আনল অ্যাপল। মঙ্গলবার সংস্থার তরফে এক মেগা ইভেন্টে আইফোন সিরিজের চারটি মডেল প্রকাশ্যে আনা হয়। আইফোন ১৭-র পাশাপাশি প্রকাশ্যে আনা হয়েছে অ্যাপলের সবচেয়ে পাতলা মডেল আইফোন ১৭ এয়ারও।
মঙ্গলবার আইফোন ১৭ এর পাশাপাশি আইফোন ১৭ প্রো, আই ফোন প্রো ম্যাক্স এবং আইফোন ১৭ এয়ার প্রকাশ্যে এনেছে অ্যাপল। এর মধ্যে আইফোন ১৭ এয়ার নিয়ে গ্যাজেটপ্রেমীদের মধ্যে জোর কৌতূহল ছিল। এটি অ্যাপলের এ পর্যন্ত তৈরি করা সবচেয়ে পাতলা ফোন। মাত্র ৫ থেকে ৬ এমএম চওড়া এই ফোনটির অন্যান্য ফিচারও আকর্ষণীয়। ফোনটির ডিসপ্লে ৬.৫-ইঞ্চির। তবে দীর্ঘক্ষণ যাতে কথা বলা যায়, সেজন্য দেওয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি। সেই সঙ্গে ক্র্যাশ রেজিস্ট্যান্স বেড়েছে চারগুণ।
অ্যাপলের ১৭ সিরিজের ফোনে সংস্থার তরফে একাধিক ফিচার যোগ করা হয়েছে। যোগ করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পাশাপাশি ডিজাইনেও থাকছে নতুনত্ব। এই ফোনগুলি হবে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। এখানেই শেষ নয়, আইফোন ১৭ সিরিজের মডেলগুলির ফোনগুলিতে ক্যামেরাতেও থাকবে আধুনিকতার ছোঁয়া। থাকছে পেরিস্কোপ টেলিফটো সেন্সর।
তবে এই সিরিজের বেশিরভাগ ফোনের দাম একটু বেশি! ভারতের বাজারে আইফোন ১৭-এর ন্যূনতম দাম হতে পারে ৮২ হাজার ৫০০ টাকার কিছু বেশি। আই ফোন প্রো-র ন্যূনতম দাম ১ লক্ষ ৩৯ হাজারের মধ্যে পড়তে পারে। আই ফোন প্রো ম্যাক্সের ন্যূনতম দাম ১ লক্ষ ৪৯ হাজারের সামান্য বেশি। আই ফোন এয়ারের ন্যূনতম দাম ১ লক্ষ ১৯ হাজারের বেশি। বুধবার থেকেই এই স্মার্টফোনগুলির প্রি-বুকিং শুরু হবে। হাতে পাওয়া যাবে ১৯ সেপ্টেম্বরের পর থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.