Advertisement
Advertisement
ChatGPT

চ্যাটজিপিটি এখন শরীরী, খিদে পেলে হাতে তুলে দিচ্ছে আপেল!

ভিডিও দেখে তাক লেগেছে নেটিজেনদের।

ChatGPT gets a body: ‘Figure 01’
Published by: Biswadip Dey
  • Posted:March 16, 2024 7:25 pm
  • Updated:March 16, 2024 7:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি (ChatGPT)। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। এক বছরের সামান্য বেশি সময়েই সে মন জয় করেছে সকলের। এতদিনে চ্যাটজিপিটির সঙ্গে বার্তালাপ চালানোর অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। কিন্তু জানলে অবাক হবেন, এবার ‘শরীর’ পেয়েছে চ্যাটবটটি (Chatbot)!

Advertisement

জনপ্রিয় এআই যদি শরীরী আকার পায় তাহলে কেমন হয়? একথা নিশ্চয়ই অনেকেই ভেবেছেন। এবার আর ভাবনা নয়, সত্যি সত্যি এমন এক রোবটের দেখা মিলেছে। নাম তার ‘ফিগার ০১’। এক ভিডিওয় তার কারবার দেখে তাক লেগেছে নেটিজেনদের। দেখা যাচ্ছে সে একটি লাল আপেলকে বর্ণনা করতে পারে, চিনতে পারে ডিশভর্তি আলমারি এমনকী তাঁর প্রশ্নকারীকেও। আর এসবই সে করতে পারে তার ক্যামেরা-চক্ষুর সাহায্যে।

[আরও পড়ুন: এবারের ভোটে ‘সেঞ্চুরিয়নে’র সংখ্যা ২ লক্ষের বেশি, নজরে মহিলা ও ট্রান্সজেন্ডাররা]

ডেমো ভিডিওয় যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি যখন জানাচ্ছেন তাঁর খিদে পেয়েছে সেই সময় তাঁর দিকে আপেলও বাড়িয়ে দিয়েছে ‘ফিগার ০১’! এই ‘স্মার্টনেস’ সত্যিই বিস্মিত করে। তাঁকে কিছু ‘ট্র্যাশ’ এগিয়ে দিলে সে সেগুলো নিয়ে দিব্যি বিনে ফেলে দিচ্ছে বলেই দেখা যাচ্ছে। এবং এই ধরনের কাজ করার সময় তার কথাবার্তাও অত্যন্ত বুদ্ধিদীপ্ত। সে বলছে, ”আমার মনে হয় আমি ভালোই করছি। আপেল তার মালিককে পেয়ে গেল, ট্র্যাশগুলোও চলে গেল বিনে। আর টেবিলের ঢাকনাটাও সেখানেই রইল, যেখানে এর থাকার কথা।” অর্থাৎ কথায় ও কাজে ‘ফিগার ০১’ যেন সব্যসাচী। এক নিপুণ মাল্টিটাস্কার

[আরও পড়ুন: বিজেপিতে যোগ অনুরাধা পড়ওয়ালের]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ