সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে ফ্যান্টাসি গেম খেলে কোটিপতি হওয়ার স্বপ্ন শেষ। আর কোনওরকম আর্থিক লেনদেন করা যাবে না ড্রিম ইলেভেন, এমপিএলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলিতে। সংসদে অনলাইন গেমিং বিল পাস হতেই সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম ৩ অনলাইনে গেমিং সংস্থা।
অনলাইনে গেমে বিপুল লেনদেন, প্রতারণা এবং আসক্তি নিয়ন্ত্রণ করতে নয়া বিল এনেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ নামের বিলটি ইতিমধ্যেই সংসদের দুই কক্ষে পাশ হয়ে গিয়েছে। শুরুর দিকে অনেকের মনেই সংশয় ছিল ড্রিম ইলেভেন বা এমপিএলের মতো ফ্যান্টাসি অ্যাপগুলি এর আওতায় আসবে কিনা। কিন্তু কেন্দ্রের নতুন আইনে স্পষ্ট বলা হয়েছে, কোনওরকম অনলাইন অ্যাপে রোজগার করা টাকা, বা ওই ধরনের কোনও অ্যাপে টাকা বিনিয়োগ ব্যাঙ্কের মাধ্যমে করা যাবে না। অর্থাৎ অস্বীকৃত অ্যাপে ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করা যাবে না। অর্থাৎ রিয়াল মানি অ্যাপ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হবে। স্বাভাবিকভাবেই এর আওতায় আসছে ড্রিম ইলেভেনের মতো ফ্যান্টাসি অ্যাপও।
কেন্দ্রের এই আইনের পরই ড্রিম ইলেভেন জানিয়ে দিয়েছে, তারা এবার থেকে রিয়াল মানি প্রতিযোগিতাগুলি বন্ধ করে দেবে। ড্রিম ইলেভেন জানিয়েছে, অনলাইন ফ্যান্টাসি গেমের বদলে তারা সংস্থার অন্যান্য ব্যবসায় নজর দেবে। ড্রিম ইলেভেনে অবশ্য টাকা ছাড়া আগের মতো ফ্রি-এর প্রতিযোগিতায় খেলা যাবে। FanCode, Sportz Drip, Cricbuzz, Willow TV-এর মতো একাধিক অ্যাপে বিনিয়োগ রয়েছে ড্রিম ইলেভেনের। এমপিএলও জানিয়ে দিয়েছে তারা সবরকম রিয়াল মানি গেম বন্ধ করে দিচ্ছে।
বিশেষজ্ঞদের দাবি, কেন্দ্রের এই বিল আইনে পরিণত হলে রীতিমতো ধসে পড়বে ভারতের গেমিং শিল্প। অনলাইন গেমে বাজি ধরার পিছনে প্রতি মাসে ভারতে গড়ে ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়। এর থেকে মোটা জিএসটিও পায় সরকার। কিন্তু নতুন বিলে লক্ষাধিক সংস্থা বিপাকে পড়বে বলে মনে করা হচ্ছে। ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেলও সেই তালিকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.