সংবদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার আন্দোলন ও ওভারসাইড বোর্ডে অভিযোগের জের। এবার ফেসবুক বা ইনস্টাগ্রামে ছবি পোস্টের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। শীঘ্রই আপলোড করা যাবে উন্মুক্ত স্তনের ছবিও। বাধা দেবে না সংস্থা।
বিষয়টা ঠিক কী? এতদিন ফেসবুক বা ইনস্টাগ্রামে খালি স্তনবৃন্তের ছবি আপলোড করা যেত না। কেউ ভুলবশত তা করে ফেললে সেক্ষেত্র কমিউনিটি গাইডলাইন লঙ্খন বলে ধরা হত। যে অ্যাকাউন্ট থেকে ওই ধরনের ছবি পোস্ট হয়েছে, সেটির বিরুদ্ধে পদক্ষেপও করা হত। এক দম্পতি ২০২১ ও ২০২২ সালে ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন রূপান্তরকামীর দুটি বক্ষের ছবি। যদিও স্তনবৃন্ত ঢাকা ছিল। সেই ছবি সরিয়ে দেয় ইনস্টাগ্রাম। এরপরই ওভারসাইড বোর্ডে অভিযোগ জানান ওই দম্পতি। এদিকে দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় চলছে, “ফ্রি দ্যা নিপল মুভমেন্ট”। এতে অংশ নিয়েছেন বিখ্যাত গায়িকা, অভিনেত্রী, সমাজকর্মী-সহ অনেকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উন্মুক্ত স্তনের ছবি।
সমস্তদিক বিচার করে বোর্ড জানিয়েছে, প্রাপ্তবয়স্ক নগ্নতার ক্ষেত্রে মেটার নীতিগুলি সংস্থার বিভিন্ন প্ল্যাটফর্মে মহিলা ও রূপান্তরকামীদের জন্য সমস্যা তৈরি করছে। বিভিন্ন ক্ষেত্রে মহিলারা ঐতিহ্যগতভাবে উন্মুক্তবক্ষে ঘুরতে পারেন। এলজিবিটিকিআই হিসেবে যারা চিহ্নিত তাঁদের জন্যও এই নিয়মগুলির নেতিবাচক প্রভাব পড়ছে। অনেক ক্ষেত্রে নীতি লঙ্ঘন না করা সত্ত্বেও ডিলিট করা হয়েছে পোস্ট। বোর্ডের তরফে মেটাকে মহিলা ও রূপান্তকামীদের উন্মুক্ত বক্ষের ছবি মুছে ফেলার ক্ষেত্রে নির্দেশ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে দ্রুতই বদলাতে চলেছে নিয়ম। মহিলা ও রূপান্তরকামীদের উন্মুক্ত বক্ষের ছবি পোস্টে আর বাধা দেবে না সংস্থা।
The nipple would soon liberated from Meta both IG and facebook. It’s a good thing, so people could fully stop desexualizing women.
— 🚩 (@BetterCallAres)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.