Advertisement
Advertisement
Facebook

‘ফেসবুকের পাসওয়ার্ড পালটাতে চাইছে কেউ’, ভুয়ো মেল পাঠিয়ে এবার ফাঁদ পাতছে হ্যাকাররা!

কীভাবে বাঁচবেন হ্যাকারদের থেকে?

Facebook users targeted in ‘login’ phish
Published by: Biswadip Dey
  • Posted:August 10, 2025 12:59 pm
  • Updated:August 10, 2025 12:59 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমাদের কাছে অনুরোধ এসেছে আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করার।’ এমন ইমেল পেলে কী প্রতিক্রিয়া হয় সেই ইউজারের? সহজেই অনুমেয়, কোনও হ্যাকার চেষ্টা করছে অ্যাকাউন্টের নাগাল পেতে, এমনটাই আশঙ্কা হয়। আর সেটা স্বাভাবিক। কিন্তু জানেন কী, এই আশঙ্কাকে কাজে লাগিয়ে একদম নতুন ধাঁচে ফাঁদ পাতছে হ্যাকাররা!

Advertisement

আপনার অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টা হচ্ছে, এমন মেল পেলে তাই সাবধান! এই মেলটা হতে পারে ভুয়ো! হতে পারে, এটায় কোনও ভুল লিংকে ক্লিক করলেই আপনি পড়বেন অনলাইন দুর্বৃত্তদের কবলে। এর আগে ইনস্টাগ্রাম ইউজারদের এভাবে টার্গেট করা হচ্ছিল। এবার ফেসবুক ইউজারদের দিকেও তাক করছে হ্যাকাররা। সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এক সাইবার সুরক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

ঠিক কীভাবে পাতা হচ্ছে ফাঁদ?

ফেসবুক ইউজাররা একটি ইমেল পাচ্ছেন। যার সাবজেক্টে লেখা ‘আমরা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করার জন্য একটি অনুরোধ পেয়েছি’। মেলটির ভিতরে আবার লেখা থাকছে ওই ইউজারের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে একটি নতুন ডিভাইস থেকে। এবং এই লগ ইনের বিষয়টি যাচাই করতেই মেলটি করা হচ্ছে। ইমেলের ভিতরে বেশ কিছু অপশন থাকছে। কোনওটায় ‘রিপোর্ট দি ইউজার’, কোনওটায় ‘ইয়েস, মি’ লেখা। নিচে একটা অন্য ইমেল আইডি দেওয়া, যার নামটা ‘হাইড’ করে রাখা। এমনকী ‘আনসাবস্ক্রাইব’-এরও অপশন থাকছে। কিন্তু এগুলি সবই ফাঁদ। পা দিলেই হতে পারে ‘সর্বনাশ’।

কীভাবে বাঁচবেন হ্যাকারদের থেকে?

সব সময় খেয়াল করুন কোন ইমেল আইডি থেকে মেল এসেছে। অনেক সময় দেখে মনে হয় নেহাতই সাধারণ ইমেল তাহলেও তার মধ্যে লুকিয়ে থাকতে পারে বিপদ।

মনে রাখবেন, কোনও ‘বৈধ’ সংস্থাই আপনার কাছে মেল করে আপনার অ্যাকাউন্টের বিস্তারিত কিংবা অন্য কোনও স্পর্শকাতর বা গোপন তথ্য জানতে চাইবে না।

যদি কোনও ইমেল দেখে দ্রুত জবাব দিতেও চান, সেক্ষেত্রেও একবার ভালো করে খতিয়ে দেখে নিন।

কোনওরকম সন্দেহ হলে ভুলেই রিপ্লাই করবেন না। একবার মেল পেলেই প্রতারকরা টের পাবে আপনার অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে। সেক্ষেত্রে এমন মেল আরও পাবেন।

সন্দেহজনক ইমেল আইডি থাকলে সেটাকে অনলাইনে সার্চ করে দেখুন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ