সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Corona Virus) পরিস্থিতি খানিকটা আয়ত্তে এলেও এখনও সম্পূর্ণ বাগে আসেনি ভাইরাস। এখনও বহু রাজ্যে জারি লকডাউন (Lockdown)। কোথাও জারি রয়েছে কড়া নিষেধাজ্ঞা। ঘরবন্দি বহু মানুষ। অনেকেই আর্থিক সমস্যায় রয়েছেন। সব দিক মাথায় রেখে বিগ সেভিং ডে সেল নিয়ে হাজির ই-কমার্স সাইট Flipkart।
১৩ জুন অর্থাৎ রবিবার থেকে Flipkart-এ শুরু হচ্ছে বিগ সেভিং ডে সেল। চলবে চারদিন, অর্থাৎ ১৬ জুন পর্যন্ত। এই চারদিনে নিজের পছন্দের যে কোনও ব্র্যান্ড, যেমন-রিয়েলমি, শাওমি, পোকো, ভিভো, ওপো, স্যামসাংয়ের স্মার্টফোনের উপর পাবেন বিশেষ ডিসকাউন্ট। এমনকী আইফোনের ক্ষেত্রেও মিলবে আকর্ষণীয় ছাড়।জানা গিয়েছে, ১৩ থেকে ১৬ জুনের মধ্যে এসবিআই কার্ডে ইএমআইতে কেনাকাটা করলে দামের উপর পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। স্মার্টফোন ছাড়াও বেশ কিছু সামগ্রীর ক্ষেত্রে এই ছাড় মিলবে।
কোন ফোনে কত ছাড়?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.