সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইলপ্রেমীদের সুখবর। দুর্দান্ত অফার নিয়ে হাজির ফ্লিপকার্ট। অনেকদিন ধরেই ভাবছেন ফোন কিনবেন? তাহলে আর দেরি নয়, এখনই কিনে ফেলুন পছন্দের স্মার্টফোনটি। কারণ, ১৯ থেকে ২৩ আগস্ট ফ্লিপকার্টে চলছে । তাই পছন্দের ফোন পেয়ে যাবেন অনেক সস্তায়। এখুনি শুরু করুন কেনাকাটা। তবে তার আগে জেনে নিন দাম।
iPhone 12 mini- Mobile BONANZA চলাকালীন অন্যান্য সময়ের থেকে অনেকটা সস্তায় পেয়ে যাবেন এই ফোনটি। মাত্র ৫৯,৯৯৯ টাকায় এই আইফোনটি কিনতে পারবেন আপনি।
iPhone SE (2020)- আকর্ষনীয় ছাড় পাবেন এই ফোনটিতেও। ৩৯,৯০০ টাকা দামের ফোন অফার চলাকালীন পেয়ে যাবেন মাত্র ৩৪,৯৯৯ টাকায়।
iPhone XR- আইফোন প্রেমীরা এই ফোনটি পেয়ে যাবেন মাত্র ৪১,৯৯৯ টাকায়।
Poco M3- বর্তমানে বহু মানুষের পছন্দের তালিকার শীর্ষে স্থান পেয়েছে Poco। এই ফোনের বেশ কিছু মডেলেও পাবেন ছাড়। তার মধ্যে রয়েছে Poco M3। মাত্র ১০,৪৯৯ টাকায় পেয়ে যাবেন এই ফোনটি।
Latest models like the iPhone 11 now retail for Rs. 48,999, and the iPhone 12 mini has also received a price cut and is now available for Rs. 59,999. Here are all the offers and discounts available onthe entire iPhone lineup on Flipkart Mobile Bonanza
— amnesiacYT (@amnesiacyt)
Infinix Smart 5- ইনফিনিক্সের ফোনেও পাবেন আকর্ষনীয় ছাড়। মাত্র ৬,৯৯৯ টাকায় পাবেন Infinix Smart 5।
এছাড়াও Realme C20, Oppo F19, Vivo-এর বেশ কিছু ফোনে পেয়ে যাবেন ছাড়। তাহলে এখুনি কিনে ফেলুন পছন্দের স্মার্টফোনটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.