সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে দাঁড়িয়ে ক্যাশ লেনদেনের চল প্রায় নেই বললেই চলে। ৫ টাকা হোক বা পাঁচ হাজার, প্রায় সকলেই অনলাইনে লেনদেন করেন। কিন্তু ধরুন কেনাকাটার পর মনেই পড়ল না ইউপিআই পিন! কী করবেন? এ নিয়ে এতদিন ঝক্কির শেষ ছিল না। এবার সমাধান হাতের মুঠোয়।
ব্যাপারটা ঠিক কী? NPCI অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া আজ অর্থাৎ ৮ অক্টোবর থেকে তাঁদের নিয়মে কিছু বদল এনেছে। জানা গিয়েছে, এবার ইউপিআই পিন ভুলে গেলে আর ঝক্কি পোহাতে হবে না। স্রেফ বায়োমেট্রিক ব্যবহার করেই বদলে ফেলা যাবে পিন। এমনকী নতুন পিন সেটও করা যাবে এক পদ্ধতিতে। এতদিন পিন বদল বা নতুন করে পিন সেট করার ক্ষেত্রে প্রয়োজন হতো আধার ওটিপি অথবা ডেবিট কার্ডের ওটিপি। ফলে আধারকার্ডের যাবতীয় তথ্য বা এটিএম কার্ড সঙ্গে না থাকলে পিন সেট করা সম্ভব হত না। নতুন এই পদ্ধতিতে ইউজাররা ভীষণ উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।
UIDAI Face Authentication for UPI PIN set is here! ✨
A secure, cardless, and instant way for millions of users to join the UPI ecosystem with ease.
Taking digital payments forward- simple, safe, and universal.
— UPI (@UPI_NPCI)
প্রসঙ্গত, ক্যাশ টাকা তোলার জন্য ইউপিআই নতুন পদ্ধতি এনেছে। ইউপিআই ক্যাশ পয়েন্টগুলো থেকে তোলা যায় টাকা। যেখানে পিনের প্রয়োজন হয় না। অর্থাৎ নগদ প্রয়োজন হোক বা অনলাইন লেনদেন করতে গিয়ে পিন সংক্রান্ত সমস্যা, এখন সবকিছুর সমাধানই একেবারে হাতের মুঠোয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.