Advertisement
Advertisement
Droupadi Murmu

‘ভবিষ্যৎ নাটকীয় হয়ে উঠবে এআইয়ের অগ্রগতিতে’, জাতির উদ্দেশে ভাষণে মন্তব্য রাষ্ট্রপতি মুর্মুর

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণে উঠে এল নানা বিষয়।

'Future will be dramatic with advances in AI', says President Droupadi Murmu
Published by: Biswadip Dey
  • Posted:August 14, 2025 9:03 pm
  • Updated:August 14, 2025 9:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা যে দ্রুত সমাজের সব স্তরের উপরই প্রভাব ফেলতে শুরু করেছে তা এখন আর নতুন কথা নয়। এই পরিস্থিতিতে স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণেও নানা বিষয়ের সঙ্গে উঠে এল এআই প্রসঙ্গও।

Advertisement

এদিন তিনি বলেন, ”কৃত্রিম বুদ্ধিমত্তার যে সুদূরপ্রসারী অগ্রগতির সম্ভাবনা রয়েছে তার ফলে ভবিষ্যৎ হয়ে উঠবে নাটকীয়। ভারত সরকার উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে একত্রিত করার জন্য পদক্ষেপ করছে। যে প্রযুক্তিগত সুযোগ তৈরি হচ্ছে তা প্রান্তিক সম্প্রদায়ের জন্যও থাকা উচিত। এবং যে পরিবর্তন আসছে তা সকলের উপকারে আসা উচিত।”

তবে তিনি উদ্ভাবক এবং উদ্যোক্তাদের উপেক্ষা না করার বার্তাও দিয়েছে। রাষ্ট্রপতি বলেন, “প্রায়শই সমস্যার সমাধানে বড় প্রযুক্তিগত হস্তক্ষেপের প্রয়োজন হয় না।” রাষ্ট্রপতি বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন এবং উদ্যোক্তাদের এক প্রদর্শনীরও উদ্বোধন করেন, যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা-সক্ষম রোবট এবং স্ব-চালিত গাড়ি অন্তর্ভুক্ত ছিল।

উল্লেখ্য, এদিন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তাঁর কথায় উঠে আসে অপারেশন সিঁদুর প্রসঙ্গও। যাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার লড়াই’ বলে বর্ণনা করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, ”প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ ভারতের পরীক্ষা ছিল অপারেশন সিঁদুর। ফলাফল প্রমাণ করে দিয়েছে আমরা সঠিক পথেই রয়েছি। আমাদের দেশীয় উৎপাদন এমন এক গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছে, যা আমাদের অনেক নিরাপত্তা-প্রয়োজনীয়তায় স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। স্বাধীনতার পর থেকে ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এগুলি এক যুগান্তকারী সাফল্য।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ