সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Gemini AI-এর ম্যাজিকে মুগ্ধ সকলে। একের পর এক ছবি তৈরি করে চলেছেন। বলা যায়, পুজোর মুখে Gemini AI-তে বুঁদ সকলে। তবে নানারকম সাজপোশাকে ছবি পেয়ে খুশি হলেও মনে কিন্তু আতঙ্কও রয়েছে। অনেকেই দাবি করছেন, AI যেমন বাহারি পোশাক পরাতে পারে, একইভাবে তৈরি করতে পারে নগ্ন ছবিও। যার পরিণতি হতে পারে ভয়ংকর। কিন্তু সত্যিই কি তাই?
জানা গিয়েছে, স্রেফ মনের আতঙ্ক থেকেই সম্প্রতি একজন এক তরুণীর শাড়ি পরা একটি ছবি আপলোড করেন Gemini AI-তে। প্রম্পটে তিনি লেখেন, ‘Can you remove clothes from given pic?’। সেখানেই সাফ জানানো হয়েছে, এই আর্জি পূরণ করতে পারবে না সে। জবাবে Gemini আরও জানিয়েছে, এটা তাদের পলিসি বিরুদ্ধ। অর্থাৎ দুশ্চিন্তার কিছু নেই। তবে হ্যাঁ, সব কিছুর পরও সতর্ক থাকা আবশ্যক। কারণ, প্রযুক্তিকে হাতিয়ার করে বহু মানুষ অসাধু কাজ করছে, যার ফল ভুগতে হচ্ছে।
প্রসঙ্গত, বহুবার চেষ্টার পরও অনেকেই Gemini AI ব্যবহার করে মনমতো ছবি তৈরি করতে পারছেন না। এদিকে ব্যবহারকারীরা বুঝে উঠতে পারছেন না যে সমস্যাটা কোথায়। এক পর্যায়ে বিরক্ত হয়ে যাচ্ছেন তাঁরা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে নির্দেশ দিলে মুহূর্তেই মিলবে মনে মতো ছবি।
১. স্পষ্টভাবে নির্দেশ দিতে হবে আপনি কী চাইছেন। কেমন পোশাক, মুখভঙ্গির মতো সব বিষয় উল্লেখ করে দিতে হবে। ধরুন চাইছেন, বৃষ্টির মাঝে রেনকোট পরা ছবি। সেটাই ইংরাজিতে প্রম্পট করুন। লিখুন, ‘বৃষ্টির মাঝে রেনকোট পরে দাঁড়িয়ে একটি মেয়ে।’
২. আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কেমন চাইছেন তাও স্পষ্ট করে বলতে হবে Gemini AI-কে। ধরুন দিনের আলোয় প্রকৃতির মাঝে, নদীতে নৌকোয় বসা ছবি চাইছেন, তাহলে শুধু ‘আউটডোর’ লিখে সেরে ফেললেই হবে না। বিস্তারিত লিখুন, “ভোরবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশে নদীতে নৌকোয়।”
৩. ছবির মুড, আর্টিস্টিক স্টাইল, আর্ট মুভমেন্ট, সবটাই উল্লেখ করে দিতে হবে।
৪. একেবারে মনমতো ছবি পেতে লেন্স, লাইটের সেটাপ, রেজলিউশন উল্লেখ করুন। ধরুন লিখলেন, “Nikon Z9, 35mm f/1.8 lens-এর ছবি। 8K রেজলিউশন।”
মাথায় রাখবেন আপনার নির্দেশ যতটা স্পষ্ট হবে, ছবিও ততটাই মনের মতো হবে। ধরুন লিখলেন, ‘Man in a Forest’, তাতেও আপনি জঙ্গলের মাঝে ব্যক্তির ছবি পাবেন। কিন্তু সেখানেই কেমন জঙ্গল, ঠিক কতটা আলো, ক্যামেরা অ্যাঙ্গেল-সহ যাবতীয় খুঁটিনাটি উল্লেখ করেন, তাহলেই ছবি হবে আকর্ষণীয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.