সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুশো বছরে পরাধীনতার শিকল ছিঁড়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা পেয়েছিল ভারত (India)। করোনার আবহে ভারতের স্বাধীনতা দিবসের জাঁকজমক এবার ম্লান। কিন্ত ভারতকে সম্মান জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে উত্তোলিত হয়েছে তেরঙ্গা। জাতীয় পতাকার রঙে সেজে উঠেছে নামী-দামী বিল্ডিংও। এমন গর্বের দিনে ভারতবাসীকে শুভেচ্ছা জানাতে পিছিয়ে নেই (Google)। অভিনব উপায়ে ভারতবাসীকে স্বাধীনতা দিবসের (Independence Day) শুভেচ্ছা জানিয়েছে তারা।
স্বাধীনতা দিবসে ভারতের রক্তক্ষয়ী সংগ্রাম নয়, বরং সুপ্রাচীন ভারতের ঐতিহ্যময় সংগীত ও বাদ্যযন্ত্রের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে ডুডলে। তাঁদের থিম ছিল, বিবিধের মাঝে মিলন (Unity in Diversity)। প্রসঙ্গত, ভারতীয় সংগীত ও বাদ্যযন্ত্রের এক সুপ্রাচীন ইতিহাস আছে। আর সেদিকে ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, ভারতীয় সংগীতের ঘরানায় মিশে রয়েছে বৈচিত্র্যের মধ্য ঐক্য। ভারতের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে পাল্লা দিয়ে সমৃদ্ধ হয়েছে সংগীতও। আর সেই বৈচিত্র্যকেই শিল্পকর্মের মাধ্যমে গুগলের ডুডল (Google Doodle) হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। কী রয়েছে সেখানে?
ভারতের একাধিক বাদ্যযন্ত্র স্থান করে নিয়েছে এক ফ্রেমে। রয়েছে, তুতারি, সানাই, ঢোল, বীণা, সারেঙ্গি, বাঁশি। এ নিয়ে গুগল নিজেদের সাইটে লিখেছে, ভারতের সংগীতের ইতিহাস ছয় হাজার বছরের পুরনো। প্রাচীন বাদ্যযন্ত্র সময়ের সঙ্গে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন আকার পেয়েছে। এই বাদ্যযন্ত্রগুলি দেশের প্রাচীন ইতিহাসকে তুলে ধরেছে। এই অভিনব শিল্পকর্মটি করেছেন মুম্বইয়ের এক শিল্পী শচীন ঘানেকর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.