Advertisement
Advertisement
Gmail

হ্যাকারের ‘টার্গেটে’ ২৫ কোটি জিমেল অ্যাকাউন্ট! সতর্কতা জারি করল Google

আপনিও সেই তালিকায় নেই তো?

Google issues urgent alert, 2.5 billion Gmail users told to change passwords immediately

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:August 31, 2025 3:09 pm
  • Updated:August 31, 2025 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপণ্ণ ২৫ কোটি জিমেল ইউজার। সতর্ক করল গুগল। দ্রুত তাঁদের পাসওয়ার্ড বদলে ফেলার নিদান দিল টেক জায়ান্ট সংস্থা। এবং সেই সঙ্গেই টু-স্টেপ ভ্যারিফিকেশন চালু করারও পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই ইউজারদের গোপন তথ্য ইতিমধ্যেই হাতিয়ে নিয়েছে হ্যাকার্সদের কুখ্যাত গ্রুপ শাইনিহান্টার্স। ফলে ওই অ্যাকাউন্টগুলি বড়সড় ঝুঁকির সম্মুখীন।

Advertisement

কীভাবে সম্ভব হল ওই হ্যাকিং? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শাইনিহান্টার্সদের সবচেয়ে প্রিয় ছক হল ‘ফিশিং’। অর্থাৎ এমন ইমেল পাঠানো যা ইউজারদের ভুয়ো লগইন পেজে ক্লিক করতে অথবা নিরাপত্তা কোড-সহ স্পর্শকাতর তথ্য হস্তান্তর করতে বলে। তবে সাম্প্রতিক এই প্রতারণার ক্ষেত্রে চুরি যাওয়া বেশিরভাগ তথ্য জনসমক্ষে পাওয়া গেলেও, গুগল সতর্ক করছে যে, হ্যাকাররা ফের বড়সড় ফাঁদ পাততে পারে। তাই এখনই সতর্ক হতে বলছে গুগল।

গত ৮ আগস্টই সম্ভাব্য ‘আক্রান্ত’দের মেল করে সতর্ক করেছে গুগল। জানিয়েছে, দ্রুত তাঁরা যেন নিজেদের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে পদক্ষেপ করে। এর জন্য টু-স্টেপ ভ্যারিফিকেশন করার কথা বলা হয়েছে। এটা আসলে ডিজিটাল ‘দরজা’য় এক অতিরিক্ত ‘তালা’। সেক্ষেত্রে হ্যাকাররা পাসওয়ার্ড হাতিয়ে নিলেও তাদের আরও একটি কোড লাগবে। সেটি পৌঁছয় ইউজারদের ডিভাইসে। ফলে হ্যাকাররা আর সেই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। অর্থাৎ ‘ছোট্ট’ একটি পদক্ষেপেই কিন্তু বাঁচা সম্ভব। এদিকে জানা গিয়েছে, শাইনিহান্টার্স কেবল ইউজারদের সাধারণ এবং ব্যবসা সংক্রান্ত তথ্যই হাতাতে পেরেছে। তবুও গুগল সকলকে সতর্ক থাকতে বলছে।

তবে যদি আপনি না মেল পেয়ে থাকেন, তাহলেও নিশ্চিন্ত থাকা মুশকিল। বরং সতর্ক থাকা দরকার সকলেরই। যেহেতু ইমেল ব্যাঙ্কিং, শপিং ও সোশাল মিডিয়া লগ ইনের জন্য অত্যন্ত জরুরি, ফলে সেই অ্যাকাউন্টটি হাত থেকে ফসকে গেলে বিরাট ‘সর্বনাশ’! সুতরাং ‘সাধু সাবধান’। বলছেন বিশেষজ্ঞরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement