সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্প এমন এক প্রাকৃতিক বিপর্যয়, যা মুহূর্তে সব কিছু শেষ করে দেয়। যার মুখোমুখি হলে পরিত্রাণ পাওয়া প্রায় অসম্ভব। কাজেই আগাম সেই বিপদের আঁচ পেলে তবেই সম্ভব বিপন্মুক্তি। আর সেই হদিশ যদি দেয় কবজিতে বাঁধা স্মার্টওয়াচ? এবার সেটাই হতে চলেছে। গুগল স্মার্টওয়াচেও এবার মিলবে ‘আর্থকোয়াক ডিটেকশন’ ফিচার।
যদিও এই ফিচার নতুন নয়। এর আগে ২০২০ সালের আগস্টেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য এই ফিচার নিয়ে আসে গুগল। যদিও সেই সময় ভারতে তা লভ্য ছিল না। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে এদেশেও স্মার্টফোনে ভূমিকম্পের হদিশ দেওয়ার ফিচারটি মিলছে। অবশেষে এবার এই পরিষেবা স্মার্টওয়াচেও মিলবে খুব শিগগিরি।
কীভাবে কাজ করে এই ‘আর্থকোয়াক ডিটেকশন সিস্টেম’? সিজমোমিটারের উপরে আলাদা করে নির্ভর না করে গুগল কাজ করে মোশন সেন্সর নিয়ে। যখন বহু ফোন একসঙ্গে মাটির কম্পন অনুভব করে, গুগলের সার্ভার দ্রুত সেই তথ্য খতিয়ে দেখে বুঝে নেয় ভূমিকম্প হচ্ছে কিনা। যদি তাই হয়, তাহলে দ্রুত সেই সিস্টেম কাছাকাছি থাকা ইউজারদের কাছে সতর্কবাণী পাঠিয়ে দেয়। সেখানে পরিষ্কার জানিয়ে দেয়, সেই ইউজার কম্পনের উৎস থেকে কতটা দূরে রয়েছেন।
এই প্রযুক্তিই এবার স্মার্টফোন থেকে স্মার্টওয়াচে নিয়ে আসা হচ্ছে। কোনও এলাকার মাটি কাঁপতে শুরু করলেই দ্রুত সংকেত পৌঁছে যাবে সেই যন্ত্রে। অর্থাৎ ফোন যদি হাতের কাছে নাও থাকে তাহলেও স্মার্টওয়াচের দৌলতে দ্রুত খবর পৌঁছে যাবে। আবার যাঁরা এলটিই-এনাবল্ড ওয়াচই ব্যবহার করেন ফোন সঙ্গে না রেখে তাঁরাও উপকারী হবেন। তবে এই অ্যালার্টঠিক কেমন হবে সেবিষয়ে গুগলের তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে সেটাও অ্যান্ড্রয়েড ফোনের মতোই হবে। যদিও বিপর্যয় রোখা সম্ভব নয়, তবু অন্তত কয়েক সেকেন্ড আগে জানতে পারাটাও বিরাট উপকারী হতে পারে। বাঁচতে পারে প্রাণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.