Advertisement
Advertisement
WhatsApp

দিনভর হোয়াটসঅ্যাপে মজে, এই তিন গোপন ফিচারের কথা জানেন তো?

জানতেন এই ফিচারগুলো?

Here is 3 hidden feature of Whatsapp

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 22, 2025 7:35 pm
  • Updated:July 22, 2025 7:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসের কাজ হোক বা নিছক আড্ডা, দিনভর সকলেই হোয়াটসঅ্য়াপে মজে। সেই কারণেই নিয়মিত নতুন নতুন ফিচার আনার চেষ্টা করে সংস্থা। তবে এমন অনেক ফিচার রয়েছে যা এখনও জেনে উঠতে পারেননি ইউজাররা। চলুন আজ জেনে নেওয়া যাক সেরকমই তিন আকর্ষণীয় ফিচার।

Advertisement

১. হোয়াটসঅ্যাপ খুলে কারও চ্যাটে গেলেই নিচের দিকে দেখা যায় বেশ কয়েকটি আইকন। তার মধ্যে থাকে ক্যামেরা, ডকুমেন্ট ও মাইক্রোফোন। ওই মাইক্রোফোনে ক্লিক করলে পাঠানো যায় ভয়েস মেসেজ। কিন্তু কিবোর্ডে থাকে আরও একটি মাইক্রোফোন। সেটির ব্যবহার জানেন? সেটিংসে গিয়ে ভাষা বদল করে নিয়ে ওই মাইক্রোফোন ক্লিক করে আপনি যা বলবেই সেটাই ওই ভাষায় টাইপ হয়ে ফুটে উঠবে স্ক্রিনে। ফলে আপনাকে আর পরিশ্রম করে টাইপ করতে হবে না।

২. জানেন আপনার হোয়াটসঅ্যাপের কিবোর্ডই প্রয়োজনে হয়ে উঠতে পারে স্ক্যানার? ধরুন আপনি কাউকে কোনও লেখা পাঠাতে চাইছেন। এতদিন ছবি খাতায় লেখার ছবি তুলে পাঠাতেন। আর সেকাজ করবেন না। মেসেজে ট্যাপ করলেই পাবেন অটোফিল অপশন। তাতে ক্লিক করলেই কিবোর্ডটি হয়ে যাবে স্ক্য়ানার। ব্যাস কেল্লাফতে। ছবি তুলে যে লেখা পাঠাচ্ছিলেন, সেটা স্ক্য়ান করে পাঠিয়ে দিন।

৩. হোয়াটসঅ্যাপে রয়েছে মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশনও। অর্থাৎ এই ফিচার ব্যবহারে আপনার ভয়েস মেসেজ লিখিত আকারে দেখতে পাবেন। তাতে পথে ঘাটে, মানুষের মাঝে থাকলে আর হেডফোন খুঁজে শুনতে হবে না। কীভাবে করবেন? এর জন্য প্রথমে যেতে হবে সেটিংসে। তারপর অন করতে হবে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট অপশন। এরপর বাছতে হবে ভাষা। ব্যাস, যে কোনও ভয়েস মেসেজ লিখিত আকারে পেয়ে যাবেন স্ক্রিনে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement