Advertisement
Advertisement
iPhone

সদ্য লঞ্চ হওয়া iPhone কেনার প্ল্যান? একনজরে দেখে নিন দাম ও ফিচার

মঙ্গলবার রাতে iPhone 17-এর চারটি মডেল লঞ্চ করেছে।

Here is details of iPhone 17 series
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 10, 2025 4:39 pm
  • Updated:September 10, 2025 4:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতি সেপ্টেম্বরেই আইফোনের নয়া মডেল লঞ্চ করে স্টিভ জোবসের Apple। যাকে ঘিরে রীতিমতো উৎসবের আবহ তৈরি হয় আইফোনপ্রেমীদের মধ্যে। এবারও তার অন্যথা হয়নি। ৯ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার রাতে নতুন iPhone 17-এর চারটি মডেল বাজারজাত করেছে সংস্থা। যা নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ তুঙ্গে। দেখতে কেমন হল? কোন কোন নতুন ফিচার যুক্ত হল? নয়া ফোনের দাম কত? হারিয়ে গেল আইফোনের কোন ফিচার? জানতে উৎসুক তাঁরা। চলুন জেনে নেওয়া যাক এই iPhone 17 সিরিজের নয়া চারটি মডেলের খুঁটিনাটি।

Advertisement

iPhone 17
ডিসপ্লে- ৬.৩ ইঞ্চি
প্রসেসর- অ্যাপল এ১৯
ব়্যাম- ৮ জিবি/ ইন্টারনাল স্টোরেজ- ১২৮/৫১২ জিবি
ক্যামেরা- ৪৮এমপি+৪৮এমপি+১৮এমপি
ব্যাটারি- ৩৬৯২ Mah
ওজন- ১৭৭ গ্রাম
দাম- ৮২,৯০০ টাকা থেকে শুরু

iPhone 17 Pro

ডিসপ্লে- ৬.৩ ইঞ্চি
প্রসেসর- অ্যাপল এ১৯ প্রো
ব়্যাম- ১২ জিবি/ ইন্টারনাল স্টোরেজ- ২৫৬/৫১২ জিবি ও ১ টিবি
ক্যামেরা- ৪৮ এমপি+৪৮ এমপি+৪৮ এমপি+১৮ এমপি
ব্যাটারি- ৩৯৮৮ Mah
ওজন- ২০৬ গ্রাম
দাম- ১,৩৪,৯০০ টাকা থেকে শুরু

iPhone 17 Pro Max

ডিসপ্লে- ৬.৯ ইঞ্চি
প্রসেসর- অ্যাপল এ১৯ প্রো
ব়্যাম- ১২ জিবি/ ইন্টারনাল স্টোরেজ- ২৫৬/৫১২ জিবি, ১/২ টিবি
ক্যামেরা- ৪৮ এমপি+৪৮ এমপি+৪৮ এমপি+১৮ এমপি
ব্যাটারি- ৪৮৩২ Mah
ওজন- ২৩৩ গ্রাম
দাম- ১,৪৯,৯০০ টাকা থেকে শুরু

iPhone Air
ডিসপ্লে- ৬.৫ ইঞ্চি
প্রসেসর- অ্যাপল এ১৯ প্রো
ব়্যাম- ১২ জিবি/ ইন্টারনাল স্টোরেজ- ২৫৬/৫১২ জিবি, ১ টিবি
ক্যামেরা- ৪৮ এমপি++১৮ এমপি
ব্যাটারি- ৩১৪৯ Mah
ওজন- ১৬৫ গ্রাম
দাম- ১,১৯,৯০০ টাকা থেকে শুরু

ইতিমধ্যেই শুরু হয়েছে প্রি বুকিং। জানা যাচ্ছে, আগামী ১৯ তারিখ থেকে বাজারে মিলবে আইফোন ১৭-এর সবকটি মডেল। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ