Advertisement
Advertisement

যেমন চাইছেন তেমন ছবি দিতে পারছে না Gemini AI? এভাবে নির্দেশেই হবে মুশকিল আসান!

এভাবে চেষ্টা করে দেখুন।

Here is how to create realistic image using Gemini AI
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 15, 2025 8:39 pm
  • Updated:September 15, 2025 8:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুবার চেষ্টার পরও অনেকেই Gemini AI ব্যবহার করে মনমতো ছবি তৈরি করতে পারছেন না। এদিকে ব্যবহারকারীরা বুঝে উঠতে পারছেন না যে সমস্যাটা কোথায়। এক পর্যায়ে বিরক্ত হয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু হাল না ছেড়ে আগে বুঝতে হবে কীভাবে নির্দেশ দিলে সহজেই সঠিকটা বুঝতে পারবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স। চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে নির্দেশ দিলে মুহূর্তেই মিলবে মনে মতো ছবি।

Advertisement

১. স্পষ্টভাবে নির্দেশ দিতে হবে আপনি কী চাইছেন। কেমন পোশাক, মুখভঙ্গির মতো সব বিষয় উল্লেখ করে দিতে হবে। ধরুন চাইছেন, বৃষ্টির মাঝে রেনকোট পরা ছবি। সেটাই ইংরাজিতে প্রম্পট করুন। লিখুন, ‘বৃষ্টির মাঝে রেনকোট পরে দাঁড়িয়ে একটি মেয়ে।’

২. আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কেমন চাইছেন তাও স্পষ্ট করে বলতে হবে Gemini AI-কে। ধরুন দিনের আলোয় প্রকৃতির মাঝে, নদীতে নৌকোয় বসা ছবি চাইছেন, তাহলে শুধু ‘আউটডোর’ লিখে সেরে ফেললেই হবে না। বিস্তারিত লিখুন, “ভোরবেলা কুয়াশাচ্ছন্ন পরিবেশে নদীতে নৌকোয়।”

৩. ছবির মুড, আর্টিস্টিক স্টাইল, আর্ট মুভমেন্ট, সবটাই উল্লেখ করে দিতে হবে।

৪. একেবারে মনমতো ছবি পেতে লেন্স, লাইটের সেটাপ, রেজলিউশন উল্লেখ করুন। ধরুন লিখলেন, “Nikon Z9, 35mm f/1.8 lens-এর ছবি। 8K রেজলিউশন।”

মাথায় রাখবেন আপনার নির্দেশ যতটা স্পষ্ট হবে, ছবিও ততটাই মনের মতো হবে। ধরুন লিখলেন, ‘Man in a Forest’, তাতেও আপনি জঙ্গলের মাঝে ব্যক্তির ছবি পাবেন। কিন্তু সেখানেই কেমন জঙ্গল, ঠিক কতটা আলো, ক্যামেরা অ্যাঙ্গেল-সহ যাবতীয় খুঁটিনাটি উল্লেখ করেন, তাহলেই ছবি হবে আকর্ষণীয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement