সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা প্রযুক্তির চূড়ান্ত অগ্রগতির। আর এই সময়ের পরিপূর্ণ ফায়দাও তুলছে বিশ্বের শ্রেষ্ঠ টেক জায়ান্টরা। গুগল, আমাজন, অ্যাপল, মাইক্রোসফট ও মেটা ২০২৫ সালের প্রথম তিন মাস বিপুল লাভের মুখ দেখেছে। এই সংস্থাগুলির প্রত্যেকটিই গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি লাভের কথা জানিয়েছে। আর এর নেপথ্যে রয়েছে এআই-এর প্রভূত উন্নতি। যা তৈরি করেছে নতুন বাজার।
মাইক্রোসফট গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি রেভিনিউ উপার্জন করেছে। যা ভারতীয় মুদ্রায় ৫৯২,৬২৫.৪ কোটি টাকা। মোট উপার্জন বেড়েছে ১৯ শতাংশ। অন্যদিকে গুগলের ক্ষেত্রে রেভিনিউ ৭৬২৭৫০.৮ কোটি টাকা। যা বেড়েছে ১২ শতাংশ। মোট উপার্জন বেড়েছে ৪৬ শতাংশ। এদিকে অ্যাপলের ক্ষেত্রে রেভিনিউ ৮০৫৮৫৩.৮ কোটি টাকা। যা বেড়েছে ৫ শতাংশ। মোট উপার্জন বেড়েছে ৫ শতাংশ। আমাজনের রেভিনিউ ১৩১৫২৫৭.৯ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। মোট উপার্জন বেড়েছে ৬৪ শতাংশ। মেটার রেভিনিউ ৩৫৭৩০৮.১ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে। মোট উপার্জন বেড়েছে ৩৫ শতাংশ।
কোন কারণে বিশ্বের সবচেয়ে বড় টেক জায়ান্টরা এই ভাবে লাভের মুখ দেখল? চ্যালেঞ্জ যথেষ্টই রয়েছে। একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে অর্থনৈতিক মন্দা। তবু সেই সব চ্যালেঞ্জের মোকাবিলা অনায়াসেই করেছে মেটা, গুগলের মতো সংস্থা। এর পিছনে অন্যতম কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান। ক্লাউড পরিষেবা, ডিজিটাল বিজ্ঞাপন, পেইড অনলাইন পরিষেবার মাধ্য এআইয়ে ভালোই লাভের মুখ দেখেছে টেক জায়ান্টরা। বহু ক্ষেত্রেই লগ্নিকারীরা নিজেদের টাকা ফেরত পেয়ে গিয়েছেন। সব মিলিয়ে এই সব ফ্যাক্টরের কারণেই ফুলেফেঁপে উঠছে এই টেক জায়ান্টরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.