Advertisement
Advertisement
Fake Calls

ভুয়ো কল কিংবা মেসেজে বিরক্ত! সমস্যা সমাধান করে দেবে সরকারি এই অ্যাপ

কীভাবে জানেন?

how to prevent fake calls and sms by govt apps in india
Published by: Kousik Sinha
  • Posted:October 13, 2025 6:57 pm
  • Updated:October 13, 2025 7:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুয়ো কল কিংবা মেসেজে বিরক্ত! বারবার ব্লক করেও সুরাহা মিলছে না। এবার সহজেই করা যাবে ব্লক। গ্রাহকদের সুবিধার্থে নয়া ‘সঞ্চার সাথি’ পোর্টাল এবং অ্যাপ লঞ্চ করেছে কেন্দ্রীয় সরকার। সেই পোর্টালে কিংবা অ্যাপের সংশ্লিষ্ট বিভাগে খুব সহজেই ফোনে আসা ভুয়ো কল কিংবা মেসেজ ব্লক করা যাবে। যে নম্বর থেকে সেই কল বা মেসেজ পাঠানো হচ্ছে, সেটি নির্দিষ্টভাবে ব্লক করা যাবে। কিন্তু কীভাবে হবে সেই কাজ? কীভাবেই বা বুঝবেন কোনটা ভুয়ো কল? সমস্ত খুঁটিনাটি তথ্য রইল এই প্রতিবেদনে –

Advertisement

কীভাবে বুঝবেন ভুয়ো নম্বর?

সরকার ব্যাংকিং, ইনস্যুরেন্স এবং আর্থিক লেনদেন সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে ১৬০ নম্বর সিরিজ জারি করেছে। ফলে ১৬০ নম্বর দিয়ে শুরু হওয়া কোনও নম্বর থেকে ফোন এলে সেটি ব্যাংকিং কিংবা আর্থিক লেনদেন বা পরিষেবা সংক্রান্ত ফোন হতে পারে। আর তা না এলে বুঝে নিতে হবে সেটি আসলে ভুয়ো কল। একইভাবে ভুয়ো এসএমএস বোঝার ক্ষেত্রেও কিছু কোড মাথায় রাখতে হবে। যেমন ফোনে পাঠানো মেসেজের শেষে যদি ‘-‘ এমন চিহ্ন থাকে, এরপর S, G কিংবা P লেখা থাকে, তাহলে তা সঠিক হয়। কিন্তু অন্য নম্বর থেকে মেসেজ আসলে বুঝে নিতে হবে সেটি সম্ভবত ভুয়ো হতে পারে।

এই কোডগুলোর অর্থ কী?

S – ব্যাংকিং সার্ভিস, লেনদেন, টেলিকম পরিষেবা সংক্রান্ত পরিষেবা সংক্রান্ত মেসেজগুলি ‘S’ দিয়ে শেষ হয়। অর্থাৎ এই সংক্রান্ত মেসেজ কোনও সার্ভিস সংক্রান্ত।

G – সরকারি যোজনা, সরকারের তরফে পাঠানো অ্যালার্টের ক্ষেত্রে মেসেজের শেষে G অর্থাৎ গভরমেন্ট অপশন রয়েছে।

P – হোয়াইটলিস্ট করে দেওয়া সংস্থার প্রমোশনাল মেসেজের শেষে P অর্থাৎ প্রমোশন অপশন দেখাবে।

অন্যদিকে এখন বেসরকারি টেলিকম সংস্থাগুলি যেমন ভোডাফোন কিংবা এয়ারটেলের মতো সংস্থাগুলিও ভুয়ো মেসেজ এবং ভুয়ো কল ধরতে বিভিন্ন ধরনের প্রযুক্তিকে ব্যবহার করছে। এমনকী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যও নেওয়া হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ