ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতদিন যাচ্ছে, যুবপ্রজন্মের কাছে ততই জনপ্রিয় হচ্ছে ইনস্টাগ্রাম। নিজেদের দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি তাঁরা শেয়ার করেন ফেসবুকের অধীনস্ত এই সোশ্যাল প্ল্যাটফর্মেই। ছবি, ভিডিওর পাশাপাশি জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে ইনস্টাগ্রাম রিলস এবং স্টোরিও। তবে আপনি কাদের স্টোরিতে ঢুঁ মারছেন, সে নোটিফিকেশন পেয়ে যান ইউজাররা। কিন্তু জানেন কি, গোপনেও অন্যের ইনস্টাগ্রাম স্টোরি দেখে নেওয়া যায়? সে পদ্ধতি না জানা থাকলে চটপট পড়ে ফেলুন প্রতিবেদনটি।
ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করা আপনার কোনও ছবি কিংবা ভিডিও কারা দেখছেন, তার বিস্তারিত তথ্য জানা যায় না। কিন্তু আপনার দেওয়া স্টোরিতে কে কে চোখ রেখেছেন, তা দেখে নেওয়া যায় অনায়াসেই। এবার ভাবুন, আপনি কারও স্টোরি দেখতে চান, কিন্তু চান না সেই মানুষটি তা জানতে পারেন। এক্ষেত্রে একটি নয়, তিনটি উপায় রয়েছে।
প্রথম উপায়:
১. যে স্টোরিটি দেখতে চাইছেন সেটিতে ক্লিক না করে IG স্টোরি সেকশনটিতে ক্লিক করুন।
২. যে স্টোরিটিতে ঢুকেছেন তা পজ করে রাখুন বা থামিয়ে দিন। তারপর সেটিকে সোয়াইপ করে বাঁ-দিকে টেনে আনুন।
৩. মনে রাখতে হবে, যে স্টোরিটি (Instagram Story) গোপনে দেখতে চাইছেন, তা খুব সূক্ষ্মহাতে ধীরে বাঁ-দিকে ড্র্যাগ করে আনতে হবে।
৪. অর্থাৎ এই সময়টায় আপনি দু’টি স্টোরির মাঝখানে রয়েছেন। এবার যে স্টোরিটি দেখতে চান, সেটি দেখে নিতে পারবেন। সেই ইউজার বিষয়টি জানতেও পারবেন না।
এখানে বলে দেওয়া জরুরি, আপনি কিন্তু সেই ইউজারের আইজি স্টোরির অল্প অংশই বা প্রিভিউই দেখতে পাবেন।
দ্বিতীয় উপায়:
১. অ্যান্ড্রয়েড বা iOS ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।
২. স্টোরিগুলি লোড হওয়ার সময় দিন।
৩. এবার ফোনটির এয়ারপ্লেন মোডটি অন করে দিন।
৪. এই মোড অন থাকাকালীন কারও ইনস্টাগ্রাম স্টোরি দেখলে, ইউজার তা জানতে পারবেন না।
তৃতীয় উপায়:
১. Chrome IG Story ইনস্টল করে ফেলুন।
২. ইনস্টাগ্রামের ওয়েব ভার্সান থেকে এবার লগ ইন করুন।
৩. ক্রোম এক্সটেনশন থেকে ইনস্টাগ্রাম স্টোরি দেখলে ইউজারের কাছে কোনও নোটিফিকেশন যায় না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.