Advertisement
Advertisement
Bhai dooj

গেজেটেই খুশি ভাই? ভাইফোঁটায় দিতে পারেন এই উপহারগুলি

দেরি না করে কেনাকাটা করে ফেলুন এখনই।

Ideal gadgets to gift for brothers in Bhai phota
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 12, 2025 8:00 pm
  • Updated:October 12, 2025 8:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে মাত্র আর কয়েকটা দিন। সামনেই কালীপুজো-ভাইফোঁটা। স্বাভাবিকভাবেই ভাই বা দাদাকে কী গিফট দেবেন, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন দিদি বা বোনেরা। এদিকে বাজেটেরও একটা বিষয় থেকেই যায়। আপনার ভাই বা দাদা কি গেজেটপ্রেমী? তাহলে আপনার জন্য রইল দারুণ দারুণ গিফটের আইডিয়া।

Advertisement

আপনার ভাই বা দাদা কি গেজেটপ্রেমী? আপনার বাজেট সর্বোচ্চ পাঁচহাজার টাকা? তাহলে কিনে ফেলতে পারেন স্মার্টওয়াচ, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাঙ্ক, স্মার্ট ট্র্যাকার, গেমিংয়ের গেজেটও। এই বাজেটে দিতে পারেন গার্মেন্ট স্টিমারও। যদি বাজেট বেশ হয় সেক্ষেত্রে উপহার হতে পারে সদ্য বাজারে আসা মোবাইলও। উৎসবের মরশুমে ই কর্মাস সংস্থাগুলি নানারকম অফার দিচ্ছে। একাধিক কার্ডেও রয়েছে অফার। ফলে পেয়ে যাবেন অতিরিক্ত ছাড়ও। তাই আর দেরি না করে কেনাকাটা করে ফেলুন এখনই।

এবার নিশ্চয়ই ভাবছেন, পাঁচহাজারের মধ্যে স্মার্টওয়াচ কিনলে অপশন কী কী রয়েছে। দেখে নিন একনজরে
Samsung Galaxy Fit3
CMF by Nothing Watch Pro
Redmi Watch Move
Boat Ultima Ember
Fastrack Revoltt FS1 Pro

আপনার বাজেটের মধ্যে সেরা ইয়ারবাডগুলি হল-
OnePlus Nord Buds 3
Realme T200 Lite
CMF Buds
OnePlus Bullets Z2 Neckbands
CMF Neckband Pro

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ