সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল, অর্থাৎ ৩০ জুন প্যান ও আধারের সংযুক্তিকরণের মেয়াদ শেষ হয়েছে। তবে শেষ মুহূর্তে একসঙ্গে বহু মানুষ সংযুক্তিকরণ করানোর ক্ষেত্রে চালান পাওয়ায় সমস্যা তৈরি হয়েছিল। তবে সাধারণের কথা ভেবে বিশেষ উদ্যোগ নিল আয়কর বিভাগ। প্যান-আধার যোগে কীভাবে পেমেন্ট করবেন, টুইট করে সেই পদ্ধতিতে তুলে ধরা হল।
নির্ধারিত সময়ের পর প্যান ও আধার কার্ড লিংক (Aadhaar-PAN linking) করলে গুনতে হবে জরিমানা। স্পষ্ট জানিয়ে দিয়েছিল কেন্দ্র। সেই মতোই সমস্ত পরিষেবা পেতে ৩০ জুনের মধ্যে প্যান-আধার সংযুক্তিকরণের জন্য আলাদা করে পেমেন্ট করতে হচ্ছিল প্রত্যেককেই। এরই মধ্যে শোনা যায়, সংযুক্তিকরণের মেয়াদ ফের বাড়াতে চলেছে আয়কর বিভাগ। কিন্তু শেষমেশ তেমনটা হয়নি। তবে প্যান ও আধার লিংক করেও যাঁরা পেমেন্ট আটকে যাওয়ায় সমস্যায় পড়েছেন, তাঁদের পাশে দাঁড়াল আয়কর বিভাগ।
Kind Attention PAN holders!
Instances have come to notice where PAN holders have faced difficulty in downloading the challan after payment of fee for Aadhaar-PAN linking.
In this regard, it is to be informed that status of challan payment may be checked in ‘e-pay tax’ tab of…
— Income Tax India (@IncomeTaxIndia)
টুইট করে আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছে, যাঁরা প্যান ও আধার কার্ড লিংক করার জন্য পেমেন্ট দেওয়ারও পরও চালান ডাউনলোড করতে পারছেন না, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। আয়কর বিভাগের পোর্টালে লগ ইন করে e-pay tax ট্যাপে গিয়ে চালানের স্টেটাস দেখে নেওয়া যাবে। যদি দেখেন পেমেন্ট হয়ে গিয়েছে, তাহলে প্যানের সঙ্গে আধার সংযোগ করে নিতে পারবেন।
পাশাপাশি এও জানানো হয়, প্যান ও আধার লিংকের জন্য আলাদা করে চালান রিসিপ্ট ডাউনলোড করার প্রয়োজন নেই। কারণ পেমেন্টের পর দুই পরিচয়পত্রের সঠিক ভাবে সংযুক্তিকরণ হয়ে গেলে ই-মেল মারফত চালানের একটি কপি পৌঁছে যাবে। ৩০ জুনের মধ্যে যাঁরা পেমেন্ট করেছেন, অথচ সংযুক্তিকরণ আটকে রয়েছে, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.